Monday 27 September 2021

দমকলে ডাকো ক্যান ?


দমকলে ডাকো ক্যান ?

-------------------------------


আরে বাপু, ঠাকুর এসে রক্ষা করবেন আমাদের ঘর, এই ভাবাটা দমকল এসে আগুন নেভাবে আমাদের গৃহে, এই ভাবার সমার্থক | তা বাপু, কে চায় বল দেখি নিজের ঘরে আগুন লাগাতে ? তোমরা চাও বুঝি ? আর, না চাও তো দমকলবাহিনীকে, অর্থাৎ, সাঙ্গোপাঙ্গসমেত ঠাকুরকে মর্ত্যে আসার জন্য আহ্বান কর কেন ? এতো মহা বিপত্তি হল দেখছি ! আহাম্মকের দল সদলবলে দমকলকে ডাকে | এ যে আগুণ নিয়ে খেলা গো | কোথায় তিনি বললেন চোখের জলে বাসনাগ্নি নেভাতে, তা না এরা তোড়জোড় করছে আগুন জ্বালাবার যাতে প্রভু ফায়ারফাইটার নিয়ে হাজির হন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment