যত মত, তত পথ ... ৩
যত মত, তত পথ ... ৩
●●●●●●●●●●●●●●●
'যত মত, তত পথ' | অবশ্যই | কিন্তু সনাতন ধর্মের ইষ্টদেবদেবীকেন্দ্রিক অসংখ্য মত আছে | আগে সেগুলো পালনের দ্বারা তাদের যাথার্থ বুঝুন, প্রতিটি পন্থা পালন করে তার আন্তর্তত্ত্বটি উপলব্ধি করুন, তারপর নাহয় ইসলাম ও খ্রীষ্ঠপন্থার প্রতি অভিমত ব্যক্ত করবেন তাদের শাস্ত্র ও ইতিহাস পূর্ণ অনুধ্যানের পর | আপাততঃ নাহয় একটু বেশিমাত্রায় হিন্দুই রইলেন | কি হবে ওই সব পন্থার প্রতি এত প্রেম প্রদর্শন করে যারা কিনা হিন্দুধর্মকে ভ্রান্তজ্ঞানে তার বিনাশে উদ্যত ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment