বাংলাদেশে হিন্দুহনন বিপ্লবের নামে
বাংলাদেশে হিন্দুহনন বিপ্লবের নামে
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বেড়েই চলেছে | প্রশাসন ব্যর্থ, নিষ্ক্রিয় জঙ্গিদমনে |
পশ্চিমবঙ্গের হিন্দুরা একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হ'ন | এহেন উদাসীনতা জাতভাইবোনের বিপদের সময় অধর্মাচারণ | তার থেকে বিরত থাকুন | সহমর্মী হ'ন | তাঁদের পাশে থেকে তাঁদের মনোবল বৃদ্ধি করুন, তাঁদের রখে দাঁড়াতে উদ্বুদ্ধ করুন |
এই করুণ পরিণতি কালে আমাদেরও হবে এই পশ্চিমবঙ্গে | বাংলাদেশ তারই পূর্বাভাসমাত্র বহন করে আনছে |
বাঙালী হিন্দুর এই দুর্দিনে সকল বাঙালী হিন্দু সংঘবদ্ধ হ'ন | দুর্বল ভক্তিভান ত্যাগ করে মহাবিক্রমে হুঙ্কার দিন | বাংলাদেশ দূরে নয় | সে হুহুঙ্কারের রব পৌঁছবে তাঁদের কানে আজ যাঁরা নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত, নিঃসহায়, কান্নার রোল যাঁদের আজ না ভক্ত না ভগবান, কারো কানেই পৌঁছচ্ছে না |
🕉 হিন্দু !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment