Thursday, 7 November 2024

ললিতলগ্নে


ললিতলগ্নে

☆▪︎☆▪︎☆▪︎☆


জীবনের একমাত্র লক্ষ্য ঈশ্বরলাভ | বাকি সব উপলক্ষ্যমাত্র | 


দুদিনের জীবন | আজ আছে, কাল নেই | অনন্তচৈতন্যসাগরে বুদ্বুদসম | মহা কালরাত্রিতে এক লহমা আলোকিত অবকাশ | 


সচ্চিদানন্দবিগ্রহ শ্রীভগবান অবতরণ করেছেন গুরুরূপে | তাঁরই আলোয় জগত আলোকিত | বেদমূর্তি তিনি | তাঁর ওপর নির্ভর | তিনি বহন করবেন ভক্তের ভার | নইলে গুরুপর্বত পৃষ্ঠে ধারণ, এই অজ্ঞানের কর্মভার | কে বহন করে ? কার সাধ্য ? 


ঊষালোকে যখন জগত প্লাবিত, সেই যৌবনে ত্যাগের শক্তিতে অমৃতত্বলাভ | কশ্চিদ্ধীরাঃ ! 


বেদধ্বনি দিকে দিকে প্রসারিত, প্রবাহিত, প্রচারিত মহাকালীর বর্ণমালার অঙ্গভূষণে | এই বেদকে বক্ষে ধারণ করে রেখেছেন তিনি বীজাকারে | তাঁর কালনৃত্যে তার অচিন্ত্যপ্রকাশ | শিব শবরূপে শায়িত কালীর পাদমূলে | আদিমূল তিনি, বেদের স্বরূপ, স্থিতব্রহ্ম | এই যুগলমূর্তিতে ত্রিলোক বিধৃত, ধৃত, সীমায়িত, সংহত | এঁর ধ্যানে মুক্তি |


অবতার করুণাঘন জ্ঞান, প্রেমঘন অপার্থিব বিচ্ছুরণ, মুক্তির সিংহদ্বার | সেই পথে শান্তি, স্থিতি, জ্যোতি, যে পথে মহাপুরুষের গমন | অবতার সেই অনন্তকোটিব্রহ্মাণ্ডপুরুষের ন্যূনতম পূর্ণাবয়ব, 'সীমার মাঝে অসীম' | তাঁর চিন্তায় ভক্তিমুক্তিলাভ, মরণসাগর অতিক্রমের উপক্রম | বাকি কালের প্রতীক্ষা | 


বৃথা কর্ম জগতে বৃত্তাকারে, বিবর্তনের ব্যর্থ প্রয়াসে | প্রলম্বিত পথ হ্রাস পাবে প্রেমাস্পদের স্মরণে, সেই বোধিপ্রাপ্তের শরণে | এই উপায়, এই রাজপথ যোগশৃঙ্গ আরোহণের | 


পূবের আকাশ আলোকিত | মা ডাকেন, "আয়, আয় |"


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment