ইসলাম ... ১
ইসলাম ... ১
●●●●●●●●●
মৌলবীরাই কিন্তু কুরান, হদিস ও সিরা মেনে চলেন | সেখানে যা নির্দেশ দেওয়া আছে তাই মাদ্রাসায় শিক্ষা দেন ও সেইমত উদ্বুদ্ধ করেন মুসলমান সন্তানসন্ততীদের আন্তর ও বহির্জিহাদে | উগ্রপন্থীরাই কিন্তু যথার্থ ইসলাম পালন করেন | তাঁরা মুহম্মদের সুন্না যথাযথ অবলম্বন করে চলেন ও একরকম সেইমত জিহাদ করেন | যাঁরা মধ্যপন্থাবলম্বী, তাঁরা কিন্তু ইসলামের মূল সিদ্ধান্ত যথাযথ পালন করেন না | তাঁরা আধুনিক সভ্যতার সাথে সামঞ্জস্য রক্ষা করার অভিপ্রায়ে অনেকটাই আপস করে চলেন দৈনন্দিন জীবনযাত্রায় | আদি ইসলাম অনুযায়ী এঁরা অতি নিকৃষ্ট, ঘৃণিত মুনাফিক ও জহন্নুমের অগ্নির দাহ্যপদার্থ হবে | ইসলামের এই যে সব অধুনা পশ্চিমী বিভাজন, তা কিন্তু আদপে অশাস্ত্রীয় | ইসলাম একটিই আর তার প্রমাণস্থল কুরান | যা কুরানে আছে, তাই হদিসে মুহম্মদের জীবনচর্যায় ব্যাখ্যাত ও সিরায় তার ঐতিহাসিক পটভূমিকা নির্ণীত |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment