Wednesday, 6 November 2024

'আমি কি গাইতে জানি গান ?'


'আমি কি গাইতে জানি গান ?'

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


এই বিখ্যাত 'গায়ক' সাধুটি গান গাইতে পারেন না, তবু গানের ভান করে সব মাটি করেন কেন ? একটা গাইলেই হল নাকি ? ঠাকুরের তো 'আলুনি' লাগবে | এই বেসুরো সাধুটির 'সংগীত' পরিবেশনের ঠেলায় প্রাণ কন্ঠাগত ! সর্বত্র তিনি, যেন সুরব্রহ্মরূপে বিরাজমান ! কত ধর্মসভার যে প্রথমেই সুর কাটল, কত উৎসবে কর্ণক্লেশ হ'ল, তার আর হিসেব নেই | ওই অসংগীত কানে এলেই স্থান পরিত্যাগ করি | এমন কি ঠাকুরের আরাত্রিক ভজনটির সূচনাতেই ভয়ানক সুরকুলকুণ্ডলিনীর স্বরোত্থানে শুধু যে সুরভ্রষ্ট হয়, তা নয়, রাগভ্রষ্টও হয় সাথে সাথে | স্বামীজী ভাল গাইতেন | তাঁর বরদাস্ত হ'ত না এই সুরচ্যূতি | পরের গানটির কথা আর না হয় নাই বললাম | 'প্রকৃতিং পরমাম'এর সুরসর্বনাশ সম্পূর্ণ সাধিত হয়েছে তার পুনর্সুরারোপে | মায়ের বাড়ীতে যেমনটি গাওয়া হত বা হয়ত এখনও হয়, জানি না, ওইটি ছিল মধুর, সঠিক সুর |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment