বামদেব !
বামদেব !
●●●●●●●
বিশ্ববিদ্যালয়ে
যদি যাই পড়তে,
মার্-কস্ মুনিবর
মগজটি ধরতে
বিফল হবেন নাকো
বিপ্লব ভরতে |
শাসকের শোষণ
আর পুঁজিবাদ তোষণ--
এইভাব পোষণ
পদে পদে পড়তে,
বিদ্যার সিঁড়ি দিয়ে
উপরেতে চড়তে,
বুলি দিব দিনরাত
বেঁচে বেঁচে মরতে |
ওরে তোরা দলে দলে
যৌবনে ঝরতে,
আয়, কে আছিস ?
ম্যানিফেস্টোটি পড়তে |
বাবা মোর মার্-কস্,
দাদা ভ্লাডিমির |
চাচা জো, খুড়ো চে,
মাও, হোচিমিন |
যত জ্ঞাতি, সব পর,
পুঁজিপতি বর্বর,
শ্রমিক, কৃষক ভাই,
এর চেয়ে অপন নাই,
বাকি সব ছিনে জোঁক,
শত্রু শ্রেণীশোষক |
বিপ্লব চাই তাই
সমাজটা গড়তে |
তাই চলেছি আনন্দে
পি.এইচ.ডি. পড়তে,
দক্ষিণভাগ হতে
বামদিকে সরতে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment