Saturday, 30 November 2024

ভেবে দেখলে কেমন হয় ?


ভেবে দেখলে কেমন হয় ?

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


কিছু কিছু লোকের আছে ব্যস্ততার বাতিক | দৌড়োচ্ছে কেবল | এটা যে মানসিক চাঞ্চল্যপ্রসূত, তার খেয়াল নেই | "এই, জগত নির্ভর করে আছে আমার কাজের ওপর," এ রকম হাবভাব | এহেন অস্থিরচিত্ত ব্যস্তবাগীশ নিয়ে চলা সমস্যা বইকি | কর্ম কি এঁরাই করেন ? বাকিরা কি অকর্মন্য, অলস, তমোভাবাপন্ন সব যেহেতু তাঁরা ঢাক পিটিয়ে কাজ করেন না অথবা 'কাজ', 'কাজ', এই ভাব অতিব্যক্ত করেন না ? কে কাজ করেন বেশী---যিনি শব্দবহুল বিক্ষিপ্তচিত্ত ব্যস্তবাগীশ নাকি যিনি শান্ত, সমাহিত, ধীর ব্যক্তি, নিঃশব্দে নিঃস্পৃহভাবে ফলাকাঙ্ক্ষারহিত কর্মসম্পাদন করেন ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment