Saturday, 23 November 2024

যত মত, তত পথ ... ২


যত মত, তত পথ ... ২

☆☆☆☆☆☆☆☆☆☆


সব ধর্ম এক কথা বলে না | সব ধর্মের সারবত্তা এক নয় | কোরান পড়লেই বুঝতে পারবেন যে ইসলামের সার আর সনাতন ধর্মের সার সম্পূর্ণ ভিন্ন, লক্ষ্যও ভিন্ন | কোরান, হাদীস, সিরা না পড়া থাকলে এরকম কল্পনাই করে থাকেন হিন্দুরা ঠাকুরের কথা পড়ে কিন্তু ইসলামের মূল শাস্ত্রত্রয়ী পাঠান্তে এই ভ্রম শীঘ্র দূর হয় | তখন কত ভ্রান্ত এই ধারণা তা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment