১৫০০ বছরের আড়ালে
১৫০০ বছরের আড়ালে
●●●●●●●●●●●●●●●●
রামকৃষ্ণ মিশনের অধ্যাত্মপ্রবাহ ১৫০০ বছর থাকবে, বেলুড় মঠে কোনেদিনও ব্রহ্মজ্ঞানীর অভাব হবে না---এসব বলে ভক্ত সুখনিদ্রায় কালযাপন করতে পারেন বটে কিন্তু '৪৭এর দেশভাগের সময় তা কোনো কাজে আসেনি, ভবিষ্যৎ সর্বনাশরোধেও তা ফলদায়ী হবে না | ওসব দুর্বলতা ঢাকবার প্রচ্ছন্ন প্রচেষ্টামাত্র | বাংলাদেশে যে ভয়ঙ্কর হিন্দুনিগ্রহ হচ্ছে, তা রুখতে কি এই ১৫০০ বছরের তথ্যটি কোনো কাজে লাগছে, নাকি বেলুড় মঠে ব্রহ্মজ্ঞানীর অবস্থান কার্যতঃ তাঁদের সুরক্ষাকবচ হচ্ছে ? অতএব, দুর্বলতা পরিহার করে স্বামীজীর অজস্র অন্য বাণীর বাস্তবব্যবহার বর্জন না করে তা কার্যতঃ প্রয়োগ করুন আর এইসব ভবিষ্যভাষণের আড়ালে অক্ষমতাকে আচ্ছাদিত না করে বীরের ন্যায় সনাতন ধর্মের ও সনাতনীদের রক্ষায় প্রবৃত্ত হ'ন | রামকৃষ্ণ মিশন ১৫০০ বছর কেন, ১০০০০ বছরও টিকতে পারে কিন্তু তার দ্বারা বাস্তবে হিন্দুর জাতিগত রক্ষা সংঘটিত হবে কি ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment