MESSAGES GALORE ... 91
MESSAGES GALORE ... 91
1. "Let men be thinkers," said Swamiji. Did he make a mistake, going by the fruitless adulation of his self and the neglect of his message or any intellectual message pertaining to a post as such?
2. ছেলেমেয়েদের শিক্ষা যথোপযুক্ত হবে কি করে ? অভিভাবকের শ্রদ্ধার একান্ত অভাব | সব শুধু নম্বরের পেছনে ছোটাচ্ছেন বাচ্চাদের | বিদ্যালয়ের শিক্ষকদেরও অবস্থা তথৈবচঃ | এখন সবেতে বানিজ্য, শিক্ষাতেও তাই | ভারত বিশ্বগুরু হবে এই সম্বল করে | বটে, বটে ?
3. Is there not a single sadhu today who can with a bold voice, free of organisational compromise, sound Swamiji?
4. মিঠে গলায় ঠাকুর-স্বামীজীর ভাব প্রচার করলে এখন চলবে না | বলিষ্ঠ কন্ঠ চাই | অর্থের আকর্ষণে কন্ঠ নিস্তেজ, বীর্যহীন হয়ে পড়েছে |
5. Is Facebook truly face book, that is, the book of photographed faces? Seems so from the number of selfies posted. Self-love?
6. Hollow men preaching religion, making no impact on life. As Swamiji said, "What the world needs is CHARACTER."
7. ত্যাগে তেজ | কিন্তু তেজে ত্যাগ নাও হতে পারে | চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত মানুষেরও কপট তেজপ্রদর্শন আমরা এখন দেখে অভ্যস্ত |
8. স্বামীজী পড়ুন সরাসরি | কারো ব্যাখ্যা নেবেন না | স্বামীজী স্বয়ং সক্ষম বোঝানোয় | পড়তে থাকুন, বুঝে যাবেন | তিনি নিত্যসহায় |
9. A monk should preach religion so long as he has not compromised with organisational interest. Freedom lost, he is monk no more.
10. ছবির বাইরে বেড়িয়ে এসে তত্ত্ব বুঝুন | নইলে বৃথা অবতরণ মহাপুরুষের | ধর্মরথচক্র কি 'অলস স্তুতি'তে চলে ?
11. ভারতের ধর্ম, অর্থাৎ, সনাতন ধর্ম, হিন্দুধর্ম, কোনো বিদেশী চাপিয়ে দেওয়া ধর্ম নয় | এ স্বয়ম্ভূ, শিবসম, শাশ্বত, নিত্যবিরাজমান অবিনশ্বর ধর্ম তত্ত্বগতরূপে যা আজ বাস্তবে বিপর্যস্ত | প্রত্যেক সনাতনীর কর্তব্য তাই সর্বস্ব সমর্পন করে ধর্মরক্ষা করা | নইলে ভারত কেন, সমস্ত বিশ্বের সর্বনাশ সাধন হবে অবশ্যম্ভাবী | হিন্দুর রক্ষায় জগতরক্ষা |
12. গদির মোহ ছাড়তে হবে | তবে দেশ জাগবে |
13. বেনেবুদ্ধি দূর করুন | পৌরুষ অবলম্বন করুন | এও 'টাকা মাটি, মাটি টাকার' একটি রূপ | মহা উৎসাহে সততার সাথে অর্থোপার্জন করুন |
14. বাঙালী ছেলেরা, ধুতি পরতে শিখুন | Elastic দেওয়া ধুতি নয়, চিরাচরিত পদ্ধতিতে পরুন | এটিও স্বামীজীর অভিপ্রেত ছিল |
15. I do not like Swamiji's stylised photos with colour and other adornment. My spirit soars to see his volcanic form in black and white.
16. Hindus must stop this 'Joy Vivekananda', 'Jai Ramakrishna' culture and be more assertive, spiritually aggressive and more thoughtful.
17. Less cowardice, more work in defence of the Dharma---this is the call of the hour for all Hindus.
18. বাঙালী হিন্দু, জাগো ! সামনে সমূহ বিপদ | ভীরুতা, কাপুরুষতা ছেড়ে নিজের রক্ষার্থে উদ্যোগী হও |
19. পশ্চিমবঙ্গের হিন্দু আর বাংলাদেশের হিন্দু পরমাত্মীয় | আমাদের যৌথ সংগ্রাম স্বধর্মরক্ষার | হিন্দু, একতাবদ্ধ হও, বদ্ধপরিকর হও ! 🕉 হিন্দু !
20. '🕉 হিন্দু |' হিন্দুরা, এই মন্ত্রে দীক্ষিত হ'ন সবাই |
21. 'Hindus, be initiated into this mantra---'🕉 Hindu.'
22. Hail Hindu! Who says you are not spiritually initiated? Just day in and day out chant this mantra, '🕉 Hindu', and witness in your enlivened mind a superb sense of civilisational solidarity, a virile sense quickened in defence of the Sanatan Dharma and a manhood that will not only help overcome your enemies but will deepen your kinship with each snd every Hindu on the planet. Awake to your dhărmic responsibility and defend your Dharma.
23.
Resist conversion of Hindus to Islam and Christianity. Propagate Hinduism. Serve the Hindus Protect them. Feel for them. Save persecuted Hindus. Preserve temples. All Hindus, unite and rise in the strength that comes from such solidarity. 🕉 Hindu!
Written by Sugata Bose
Photo: Bāmākshyapā of Tārāpeethh, also called Bāmdev.
24. Islam is geared to world-domination, conversion of all of humanity to its fold by destroying all other faiths. How will you harmonise Hinduism with it, O Ramakrishna Mission monks who preach the harmony of religions and hold every faith as a valid path to God? Islam rejects your proposition by scriptural injunction. How will you then bring about this harmony beyond raising effete slogans? Any concrete programme that you have conceived of which you wish to implement? Can you change scripture? How then will harmony happen when the fundamental tenets of Islam are antithetical to such a proposition? 🕉 Hindu!
25. The giver of information is a teacher, not a Guru. Every teacher is not a Guru. The Guru is one who transforms human nature.
26. তুমি যেমন, তোমার ভাগ্যও তেমন |
27. A wicked political ideology masquerading as religion must not be allowed to proliferate. Resist it with all your might. 🕉 Hindu!
28. The subcontinent was entirely Sanatani once and it will have to be reclaimed so. There lies its redemption. Else, all is dark. 🕉 Hindu!
29. বাঙালী হিন্দুর খুব শীঘ্র জাগা দরকার | নাস্তিকতার বুলি ছেড়ে বেদান্তের বাণী প্রচার করুক বাঙালী হিন্দু | হিন্দু সংহতির একান্ত আবশ্যকতা এখন | ১০০ বছর আগে হিন্দু যে বিপদের সম্মুখীন হয়েছিল, তা পুনোঃপস্থিত | সেবারে গণহত্যা, দেশভাগ | এবারে নিঃশেষিত হওয়ার উপক্রম |গতবারের ন্যায় ভুল করলে পস্তাতে হবে আবার | ক্ষাত্রবীর্য প্রকাশ কর', হে বঙ্গ হিন্দু সন্তান ! শক্রুদর্শন চিহ্নিত কর', অধ্যয়ন কর' | স্বপ্নমিলনের রাজ্যে বিচরণ না করে বাস্তববিভাজনের বৈদেশিক মতটি বুঝে নাও, তারপর মোকাবিলা কর' | আত্মঘাত অনেক হল | এবার আত্মরক্ষার পালা | ওঠো ! জাগো ! 🕉 হিন্দু !
30. The mission of Bharatvarsha is the spiritualisation of the whole world. Perhaps a mission impossible but an ideal worth pursuing.
31. Read the true history of medieval Bharatvarsha and see how Hindus have been oppressed by invading Islamic forces. Read K. S. Lal.
32. শুধু কি চোখের ব্যবহার, বুদ্ধির এতটুকু নয় ? ছবি দেখে শুধু 'জয় বিবেকানন্দ', 'প্রণাম স্বামীজী', 'জয়তু স্বামীজী', ব্যস ? চিন্তার কি কোন' অবকাশ রাখবেন না ? তাহলে লিখি যে এত, সব বৃথা ? বেনাবনে মুক্ত ছড়ানো ? অরণ্যে রোদন ?
33. গাম্ভীর্যের বস্তু নেই, হিন্দুত্বের প্রতিনিধি ! হিন্দুর গভীর সঙ্কটের কথা বলতে গিয়ে আলোচনা সভায় এত হালকা হাসি আসে কি করে ?
34. যাঁদের বিন্দুমাত্র সাহস নেই, তাঁরা নিজেদের ভক্ত বলে পরিচয় দেন কি করে ? ভক্তি কি কাপুরুষতার সমার্থক ?
35. কথায় বলে, বীর ভক্ত | আমি বলি, ভক্তমাত্রেই বীর | নইলে সে ভক্তই নয় | ঠাকুরের মতে ভক্তির তৃতীয় লক্ষণ তো ভয়শূণ্যতা |
"লজ্জা, ঘৃণা, ভয়,
এ তিন থাকতে নয় |" --- শ্রীরামকৃষ্ণ
36. 'যত মত, তত পথ |' বিপথও পথ বটে কিন্তু তাতে ঊর্ধ্বগতি নয়, অধোগতি হয় | অধর্মও কি ঈশ্বরলাভের পথ হতে পারে ?
37. The only way to have religious peace in India is to have only the Sanātan Dharma which is India's quintessential spiritual culture.
38. এত ভয় কেন ?
39. বাচ্চাদের ভারতের সঠিক ইতিহাস বলুন বাড়ীতে | ওদের সনাতন ধর্মে শিক্ষিত, দীক্ষিত করে তুলুন | এতেই সর্বকল্যাণ সাধিত হবে |
40. Sanatanis, teach your children the truth about Islam. For that know it yourselves first. This is an imperative for your security.
41. Will the desert cult prevail over Sanatan culture? Not until Hindus allow it to be so. But what are today's Hindus doing about it?
42. I have started teaching children the true history of India that was oppressed by Islamic and Euro-Christian colonisers for well over 1000 yrs.
43. Unless you read the Qur'an, you'll never understand Islam. Why don't you read it, my Hindu brethren, and get to know what you are up against?
44. Ex-Muslims are awaking Hindus from their reverie about Islam. Some celebrated Hindu missions are doing just the opposite, lulling Hindus into deep sleep with talks of religious harmony of a scripturally untenable type, inadvertently inducing in them passivity in regard to defence of the Dharma. The Ex-Muslim Movement is catching on and doing yoeman service to the cause of Hindu awakening. 🕉 Hindu!
45. Intelligence and application maketh a man.
46. Hindus, teach your children the Sanatan Dharma. Study Swami Vivekananda and the Bhagavadgeeta with your children. Resist conversion.
47. মাস্টারমশাই : মাকে বলবে কে. সি. নাগের বইগুলো কিনে দিতে |
ছাত্র নিরুত্তর |
মাকে বললেও চলে, না বললেও চলে |
বর্তমান জাতীয় চরিত্র ! সবই হাওয়ায় ভাসছে |
48. Bangladesh is fast becoming the most 'accepting' Islamic nation in the world which is why they are treating the Hindus so 'kindly'.
49. Islam teaches momins (Muslims) to be 'peaceful' towards kafirs (non-believers) and to love them with all their heart. Isn't it so?
50. Muslims love Hindus so much that in 1947 they chose to live side by side with them by partitioning India & didn't go far away.
51. Christianity & Islam both aim to convert the heathen & the kafir Hindu to their respective fold & send them careering to heaven.
52. Nice place heaven is after hell on earth. Dangling the pie in the sky when you die. Bye bye.
53. If you wish to know the truth about Islam, there is an easy way to do it. Listen to what Ex-Muslims say about it.
54. বাঙালী হিন্দুদের বর্তমান কাপুরুষতা স্তম্ভিত করে | অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বলক্ষণ |
55. The taste of existence is called love.
56. সনাতন ধর্ম হল অধ্যাত্মবিজ্ঞান | বাকি সব পন্থা হল অবৈজ্ঞানিক বিশ্বাসমাত্র |
57. তাৎক্ষণিক বিচারে কি অনন্তকে ধরা যায় ? অবতারকে বুঝতে গেলে ব্রহ্মবোধে স্থিতাবস্থান চাই |
58. ঠাকুরকে মানছে কে ? যে মানে সে ধন্য | তার জীবন অমৃতময় | তবে ঠিক ঠির মানা চাই | ভাবের ঘরে চুরি চলবে না |
59. Partition succeeded in driving Hindus out of their homeland in Pakistan. But it failed to secure India for the Hindus.
60. What happened a hundred years ago is again happening now--the Islamisation of India.
61. Read Sitaram Goel to dispel the delusion that clouds your vision about the civilisational enemies of the Sanatanis. Sleep no more.
62. Hindus, awake! Those who constantly revile Hindutva are either ignorant or 'wise fools' or are patently self-seeking opportunists.
63. Wholeheartedly support the Ex-Muslim Movement. They are doing yoeman service to humanity by exposing specific scriptural truths.
64. কেমন বঙ্গব্রাহ্মণ আপনারা যাঁরা মানবতার নামে নাস্তিকতা ও জড়বাদের প্রচার করেন বেদান্তকে ভ্রান্তদর্শণ আখ্যা দিয়ে ? এই কি স্বধর্মরক্ষা ? স্বধর্মসাধনা ? বেদান্তের, সনাতন ধর্মের কি বুঝেছেন ? বিদ্যাসাগর মানেন, বিবেকানন্দ মানেন না ? স্বামীজীর সমগ্র 'বাণী ও রচনা' পড়ুন, ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক ধ্যান করুন | তারপর বলবেন যা বলার | তার আগে নয় | স্বল্পচেতন শিশু কি সনাতন সত্যের গূঢ়ার্থ বুঝতে পারে ? আপনাদেরও সেই দশা | শুধু ওপর ওপর ভাসলে চলবে না | ডুব দিন | মনিমানিক্য পাবেন ওই সনাতনসমুদ্রে | 🕉 হিন্দু !
65. সংখ্যালঘু আর বেশি দিন সংখ্যালঘু থাকবে না | তাদের ক্রমবর্ধমান প্রজনন তাদের সংখ্যাগুরুত্বে শীঘ্র প্রতিষ্ঠিত করবে | এদিকে হিন্দুরা পরিণয়, প্রজনন হতে দিব্য বিরত থেকে বিনাশের কালনর্তনে মত্ত | এখন যদি না জাগে হিন্দু তো নিশ্চিহ্ন হওয়া মাত্র কালের অপেক্ষা | কে ঠেকায় এই আত্মহননের অশুভ অনুষ্ঠান ?
66. ISKCONকে ভয় পাচ্ছে বাংলাদেশের জিহাদীরা | তাই নিজেদের আতঙ্কবাদী পরিচয় ISKCONএর ওপর চাপিয়ে দিয়ে হিন্দুসংহতি ভাঙতে চাইছে |
67. ঠাকুর হিন্দুর সকল সম্প্রদায়ের ঐক্য ও সংহতির জন্য এসেছিলেন | শংকরাচার্য হিন্দুপুনর্জাগরণের যে কাজের পত্তন করলেন, রামানুজাচার্য ও মহাপ্রভু যার বর্ধন ও বিস্তার করলেন, ঠাকুর তাকেই সম্পূর্ণতা দান করলেন তার সমাহার, সামঞ্জস্য ও সমন্বয়সাধন করে | বেদের বিশ্ববাণী পরিপূর্ণতা লাভ করল ঠাকুরের অভূতপূর্ব অধ্যাত্ম অনুষ্ঠানে, অনুভূতি ও অনন্যজীবনে | বাকি রইল আমাদের কর্তব্য, তাঁর পথপরিক্রমণ | সেখানে যদি ভ্রষ্ট হই, বিপদ তো পদে পদে হবেই | ঠাকুরকে তাই অলস 'জয় রামকৃষ্ণ' স্তুতিতে ভূষিত না করে তাঁর জীবন ও বাণীর যথাযথ অনুধ্যান করা আবশ্যক ও সেইমত জীবনযাপন ও স্বধর্মপালন ও রক্ষা |
68. নিজজীবনে প্রয়োগের পর তত্ত্বপ্রচার প্রভূত কল্যাণকর | নচেৎ তা ভাবের ঘরে চুরির সমার্থক |
69. যে সব হিন্দুরা হিন্দুত্বের নিন্দা করেন, তাঁরা সনাতন সভ্যতার সংকট সম্বন্ধে হয় অজ্ঞ নয় মানবতাবিষয়ক ধোঁয়াশার আকাশকুসুম কল্পনাবিলাসী |
70. হিন্দু বাঙালীর স্বামীজীর অভিপ্রেত সংযতচিত্ত, অসমসাহসী, মহাবীর্যবান হতে হবে | নচেৎ তার বিনাশ অবশ্যম্ভাবী | জাগো, হিন্দু, জাগো !
71. India is historically a dhārmic civilisation. How can secularism of the post-Independence variant succeed here?
72. Read the Qur'an, the Hadees and the Sira before your pronounce your ignorant verdict on Islam. Read, reflect, realise, then talk.
73. Television anchors ought to know more about Hinduism and Islam before moderating programmes in which they invite sants and maulanas.
74. Do not be deceived by lying clerics citing secularism to secure power in the long run. Their population policy needs scrutiny.
75. We will never manage to build an integrated nation unless its basis be the Sanatan Dharma. Strange it is that such a wealth of ideas lies today in utter neglect, the government making no use of it. Propagation of the Sanatan Dharma is our best domestic policy and our best foreign policy as well. In its absence the country is culturally in rapid decline with Hindus becoming increasingly a confused mass of minds, rootless and, so, clueless about their civilisational moorings. Abrahamic proselytism is thus on the rise with Islam in especial threatening to demographically dominate in the coming decades. Hindu population is steadily on the decline as Muslim population spurts. This growing imbalance, right now not much visible except to the discerning eye, is the gravest threat to the nation which needs deft handling immediately. Alas, that is not the scenario!
76. 🕉 Hindu! Let this be the mantra for constant chant for all Hindus. 🕉 Hindu!
77. হিন্দু যতদিন ঠাকুরের ছবি নিয়েই মাত্র ব্যস্ত থাকবে, ধর্মতত্ত্ব বোঝার চেষ্টা করবে না, ততদিন সে মধ্যপ্রাচ্যের অন্ধ মতের সাথে মোকাবিলা করতে পারবে না | লেখাগুলো পড়ুন, তারপর স্তবস্তুতি করবেন ঠাকুরের |
78. Beauty is the honeyed essence of truth and love is the distilled flow of beauty.
79.
Keep sending me such lovely looks
That pierce the heart with honeyed-tipped dart
And send the soul to sublime heights
Like rippling water on dainty brooks.
Composed by Sugata Bose
80. You do not pray to the one you love. You simply love. So also with God. Bhakti means unpolluted love.
81. I am a teacher and I find students increasingly disinclined to studying. At this rate India's future is doomed. Consumerism!
82. We have to keep the current of spirituality strong in our veins. And that would mean keeping the kshatriya-spirit alive as well.
83. যতদিন ছবির প্রতি প্রেম তত্ত্বের প্রতি আকর্ষণের চেয়ে বেশি থাকবে, এ দেশে আধ্যাত্মিকতা তথা বৌদ্ধিকতা তথা সংস্কৃতির অবনমন হতেই থাকবে |
84. Preachers of Hinduism dare not to speak about the dark truths of the Abrahamic cults which are mission-bound to destroy Hinduism.
85. সর্বধর্মসমন্বয় হয় না কারণ তেলে আর জলে মিশ খায় না | ইসলাম ও হিন্দুধর্ম সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানরত | খ্রীষ্টধর্মও তাই |
86. Swamiji's contradictory comments have long confounded people. They need correct comprehension in terms of contextual interpretation.
87. Speaking about Brahman devoid of the experience of samādhi becomes an exercise in hypocrisy which fails to inspire or impress. 🕉
88. When the beep is lobbed, it is called বিপ্লব | Bangladesh is বর্তমানে witnessing it. It's a দারুন ব্যাপার ! জমেছে জামাত বিপ্লব !
89.
বাংলাদেশে বিপ্লব |
গেল সব, গেল সব |
90. Apologists speaking on behalf of worldliness are reducing Hinduism's core philosophy of progressive dispassion to a farce.
91. Human love purged of all else becomes love divine.
92. স্বার্থের বাইরে প্রেম | স্বার্থের যেখানে শেষ, প্রেমের সেখানে শুরু |
93. শব্দ হচ্ছে সবচেয়ে বড় বিক্ষেপ | তাই 🕉কারে সৃষ্টি | সৃষ্টি হ'ল ব্রহ্মের বিক্ষেপ | ঠাকুরকেও তাই সমাধিভূমি হতে মন্ত্রোচ্চারণের দ্বারা সহজাবস্থায় ফেরাতে হ'ত |
94. Many a monk had held me in youth in awe of their pronouncedly spiritual personalities who have now faded before the discerning vision gained through experience as less than inspiring. Some, though, have passed through the Customs House of Time---to pilfer the expression from Tagore---and hold my imagination still where body bends and mind bows down in veneration that never fades even as the sun sets on the western horizon and the shadows lengthen unto the beckoning of the dark near the vesper hour when all of Nature shall sing in unison the swansong of my life. One such remains etched in memory---Swami Devananda, disciple of Swami Brahmananda.
95. A dangerous theological doctrine is prompting Bangladeshi Muslims to persecute Bangladeshi Hindus like anything.
96. A hundred heroes are needed to defend the Dharma. Will you be one?
97. Why is it that if you state the scripturally recorded truths about a certain religion, it is deemed a punishable offence by its adherents who then storm the streets to create mayhem and the administration capitulates under mass pressure?
98. Dwindling population or corroding character--which is the greater threat facing the Hindus?
99. স্বামীজীর বাণীকে নির্জীবভাবে পরিবেশন করলে হবে না | তার জ্বলন্ত তেজ, অগ্নিপ্রভা দিকে দিকে অজ্ঞানান্ধকার দূর করুক | তার জন্য চাই এক লক্ষ্যে অগ্রসর লক্ষ মানুষের | সেই লক্ষ্য আত্মচরিত্রগঠন স্বদেশগঠনকল্পে |
100.
একটি নৈর্ব্যক্তিক অশরীরী আহ্বান
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তোমরা প্রস্তুত হও | তোমাদের তৈরি করব জাতির সংরক্ষণের জন্য, সনাতন সংস্কৃতির প্রতিপালন, প্রসারের জন্য | চরিত্র সর্বজয়ী | পবিত্রতা এর প্রকাশের প্রকৃষ্ট উপায় | অখণ্ড সত্যকে জীবনে রূপদান করতে না লাগে অর্থ না বাসনাবাহুল্য | তার জন্য আবশ্যক একটি অখণ্ড আদর্শ যা স্বামীজীর বাণী ও রচনায় বিদ্যমান | ব্যক্তিস্বার্থ ত্যাগ করে সমষ্টিকল্যাণের চিন্তায় মগ্ন হও | শান্তি, স্থিতি, শক্তি ও প্রজ্ঞা পাবে | জীবন মাতৃচরণে অর্ঘ্য হ'ক, মাতৃমাল্যে বলি হ'ক, এই আশীর্বাদ | 🕉 হিন্দু !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment