Tuesday, 19 November 2024

MESSAGES GALORE ... 92


MESSAGES GALORE ... 92


1. আমলাদের হামলায় জীবনের গামলা কোথায় যে নামলা, কি কমু ?


2. বাঙালী হিন্দু, জাগো ! দুর্বল ভক্তি স্বামীজী চাননি | তিনি মহাবীর্যবান হতে আহ্বান করেছিলেন কারণ তাঁর ত্রিকালদর্শনে ধরা পড়েছিল হিন্দুর ভাবী বিপর্যয় |


3. সব ধর্ম সত্য বটে কিন্তু অধর্ম তো আর সত্য নয় | অধর্মকে ধর্ম আখ্যা দিয়ে, তাকে স্বীয় পরিচয় হতে বিচ্যূত করা উচিত নয় | তা তো অন্যায় |


4. Sanatan Dharma in all its diversification and derivation ought to be the only dharma operating in India. 🕉 Hindu!


5. 'Prevention is better than cure,' goes the old adage. Then prevent proselytism of Islam and Christianity in India. 🕉 Hindu!


6. Maintaining a studied silence on alien scriptural evil aimed at the destruction of Hinduism is in effect complicity with it.


7. জীবন ত্যাগের জন্য | পৃথিবীতে পিকনিক করতে আসিনি আমরা | ত্যাগের মধ্যেই ভোগের উৎকর্ষ |


8. মানুষ টাকাটি খুব বোঝে | যে বোঝে না, সে হয় নির্বুদ্ধি, নয় যথার্থ সাধু | টাকার বোঝা তাকে বইতে হয় না |


9. LOVE JIHAD is real. Hindu girls are enticed into marriage after crafty conversion to Islam and made to suffer.


10. লজ্জাশীলা হওয়া সংযমের অঙ্গ, সুরক্ষাকবচ |


11. Romeo roaming in Rome in search of Rome. Such is the predicament of hypnotised man.


12. পড়াশোনা আর শোনাপড়ার মধ্যে বিস্তর প্রভেদ |


13. খাদ্যাখাদ্যের বিচার অবশ্য থাকা উচিত | গোমাংস খেলে সংস্কার খারাপ হয় | তাই গোমাংস প্রচলনে নিষিদ্ধ হিন্দুদের |


14. জ্ঞানবিষয়ক ঔৎসুক্য ভাল | ব্যক্তিবিশেষের হাঁড়ির খবরের প্রতি ঔৎসুক্য অতি গর্হিত বৃত্তি |


15. Obsession with taking selfies and posting online is a narcissistic tendency full of bodily impulses and is most unspiritual.


16. Traitors galore within our own community are ruining our future prospects for petty personal gain. Such perfidy must be foiled.


17. Travelliing for many acts as medicine. They believe in Romeopathy. When they heal themselves thus, they are Romeopaths.


18. 

Sundaram, the principle behind perfected beauty in symmetrical manifestation, classical Indian dance embodying it.


19. Dip in shallow waters, never in deep.


20. হিঁদুদের বলবীর্য বাড়াইতে হইব | তাইর জন্য ফলমূল খাওনটা যেমনে প্রয়োজন, মৎসমাংসাদি খাওনটাও ঠিক তেমনেই প্রয়োজন | ঠিক কইসি ? কি কয়েন ?


21. অনেক তো নাচ, গান, কবিতা, নাটক হ'ল | এবার একটু সামরিক শিক্ষা হ'ক | নইলে যে একেবারে ক্লীবত্বপ্রাপ্ত হবে বাঙালী হিন্দু অচিরেই | তাইত স্বামীজী গীতাপাঠ ছেড়ে ফুটবল খেলতে বলেছিলেন | কথাটি তাৎপর্যপূর্ণ যা বাঙীলী হিন্দু আজও সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারেনি | এখনও সময় আছে, বন্ধু, পৌরুষ অবলম্বন কর' | বিপদের দিনে নাচগান প্রাণরক্ষা করতে পারবে না | তা যদি পারত, তো ১৬ অগস্ট, ১৯৪৬ দেখতে হ'ত না বাঙালী হিন্দুকে | হাতে রাখি পড়ালেই যদি দেশভাগ রোধ করা যেত তাহলে ১৯০৫এর মত ১৯৪৭এও তা কার্যকরি হ'ত | হ'ত না কি ? কিন্তু হ'ল কই ? তাই ক্ষাত্রবীর্যের আবাহন এখন একান্ত প্রয়োজন, অর্জুনবিষাদযোগের নয় | তুরীভেরীর প্রয়োজন, বাঁশিখঞ্জনীর নয় | জাগো, হিন্দু, জাগো !


22. 


A solo buffalo singing loud,


All around I see dark cloud,


If you do grace, then sunshine's all


And brimful's all, I feel so proud.


23. কী ভাবে লড়ছে বাংলাদেশের হিন্দুরা ! পশ্চিমবঙ্গের সুখী হিন্দু, দেখে শেখ' |


24. Total population exchange was not possible during Partition. Hence, the proliferating problems of proselytising perversion.


25. শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ উভয়েই হিন্দুর ধর্মান্তরণ পছন্দ করতেন না |


26.

The calmer you are, the more successful you are. Tranquillity is the key to success. It concentrates the forces of the mind and generates power which clinches the crown in any endeavour of life.


27. এখন শুধুমাত্র ভদ্রলোক হলে হবে না, দুর্বৃত্তদমনের জন্য বলিষ্ঠ হতে হবে সর্বদিক দিয়ে |


28. ছোটোবেলা থেকে বাচ্চাদের ধর্মরক্ষার জন্য তৈরি করুন | নইলে বর্তমান বিপত্তির শেষ হবে আমাদের পূর্ণবিনাশে |


29. যাঁরা প্রাণ খুলে প্রশংসা করতে পারেন না কাউকে, যাঁরা আত্মঅভিমত প্রতিষ্ঠা করতেই দিনাতিপাত করেন, যাঁরা প্রচ্ছন্নরূপে নিজেদের অজ্ঞাতেই হয়ত' ঈর্ষাপরায়ণ, তাঁরা আবার দেশপ্রেমী হবেন কি করে ? দেশপ্রেম কি ঈর্ষাকাতরতারূপ ক্ষুদ্র মনের বৃত্তি ?


30. কেউ থাকে তথ্যে, কেউ থাকে ভাবে, কেউ থাকে তত্ত্বে | কেউ থাকে শর্তে, কেউ থাকে গর্তে, সকলেই মর্তে |


31. ভগবানলাভের পথ একটাই---পবিত্রতা |


32. আজ বাচ্চাদের সনাতন ধর্ম ও সনাতনবিরোধী অপধর্ম শিক্ষার পাঠ শুরু করলাম | ২৪/১১/২৪ স্মরণীয় দিন হয়ে রইল | প্রথম পাঠের দিবস |  

🕉 হিন্দু!


33. The Avatār dislikes arrogance.


34. জীবনে যদি ঠাকুরকে চাই, মরণেও তাঁর চরণ পাব |


35. Few find time for precious thought. Most are busy seeking precious things.


36. I am going on a peace mission with none to counter, none to fight, but much to learn to see the light.


37. Culture is plummeting and that is more or less the overall trend. Those who are of a refined nature, spread your wings to revive culture.


38. रामकृष्ण-विवेकानन्द पडिए | ऊज्ज्वल भारत निर्माण किजिए |


39. নিজেকে প্রতিষ্ঠা করতে মানুষ বিশ্বকে বলি দেয় | এটা ভাল নয় | নিজেকে পেতে হলে বিশ্বকে আলিঙ্গন করতে হবে | সমস্ত এক সত্তা, এক প্রাণ |


40. অপরাধ কি যে গ্রেপ্তার করা হল ? সনাতনীদের ইসলামী জিহাদীদের হাত থেকে রক্ষা করার আহ্বান কি আজকের বাংলাদেশে অপরাধ পরিগণিত হচ্ছে ? তাহলে কি পুরোদস্তুর অঘোষিত শারিয়াশাসন শুরু হ'ল ? ভাষা আন্দোলন শেষ ? বাহবা বাংলাদেশ ! বাকি রইল আর কি ? এবার নামটা পালটে 'স্তানপাকি' করে নাও | [Reference: The arrest of Shree Chinmoy Das Prabhu in Bangladesh.]


41. 'অহং ব্রহ্মাস্মি ! প্রজ্ঞানম ব্রহ্ম ! তত্ত্বমসি ! সর্বং খল্বিদং ব্রহ্ম !' এই চতুর্মহাবাক্য দিকে দিকে ধ্বনিত হ'ক | 🕉 হিন্দু !


42. Hindus should form themselves into a martial race like Guru Gobind Singhji's Sikhs. That is the way to combating enemies.


43. Modiji, stand free of mask on the streets of Delhi and breathe the 'pure' Delhi air on behalf of the nation. Kejriwalji, follow suit.


44. Ramakrishna Mission devotees, be bolder in defence of the Dharma like Swamiji wanted you to be. Passive piety will not do.


45. Are the Hindus of West Bengal sleeping to the tragic fate of Hindus in Bangladesh? Awake! Arise! Raise your voice of protest at least.


46. Extreme persecution of Hindus going on in Bangladesh. Hindus here, listen to their agonised cries and their roaring reaction. Awake!


47. পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবেন না | ধর্মরক্ষায় উদ্যত হ'ন | আর বাংলাদেশে হিন্দুনিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হ'ন | 🕉 হিন্দু !


48. They are effeminate cowards, quite the reverse-type of monastics aspired for by Swamiji and lamented for in the vesper hour of his life.


49. সরকার করে দেবে, এ আশায় থাকবেন না | নিজে করে নিন যা করার | সময় পেলেই স্বামীজী পড়ুন | পবিত্র হ'ন, নির্ভয় হবেন | শরীরচর্চা করুন, ধ্যান করুন | হিন্দু আপনি, হিন্দুর সহায় হ'ন | সারা পৃথিবীর হিন্দুকে আত্মীয় জ্ঞান করুন | পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিগৃহীত হিন্দুর পাশে দাঁড়ান |


50. অনেক সর্বধর্মসমন্বয় হয়েছে | এবার একটু হিন্দুরক্ষাও সাথে সাথে হ'ক | নইলে স্বামীজীর সম্মুখে দাঁড়াবেন কি করে ?


51. গতকাল বাচ্চাদের নিয়ে দ্বিতীয় পাঠ সমাপ্ত হল সনাতন ধর্ম ও অপধর্ম সম্বন্ধে শিক্ষার | কিশোর কিশোরীরা অত্যন্ত উৎসাহী দেখছি এই পাঠে |


52. I do not recognise the Islamic concept of momin and kafir, viewing instead all humanity as essentially divine as the Vedanta says.


53. Once you witness your own soul, you fully comprehend how spiritually immature these proselytising Abrahamic cults are.


54. Like the environment has to be conserved for human survival, so must the Sanatan Dharma be conserved for the same purpose. 🕉 Hindu!

  

55. Cowardly capitulation! ISKCON withdrawing support from Swami Chinmoy Krishna Das. Organizational compulsion ever in compromising mode.


56. Ex-Muslims are exposing the truth about Islam. They are doing so at a considerable personal risk and are humanity's greatest friends.


57. নিজেকে নিশ্চিহ্ন করতে পারলেই ভগবানলাভ হয় | আত্মবলিই শ্রেষ্ঠ বলি | আবার তাতেই শক্তিলাভ, জাতিগত সংরক্ষণে অপরিহার্য | 🕉 হিন্দু !


58. यथा घर्म तथा कर्म ||


59. পশ্চিমবঙ্গের হিন্দুরা, গর্জে উঠুন নিরপরাধ স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে | আমাদের সম্মিলিত প্রতিরোধের প্রয়োজন আজ |


60. বাংলাদেশে হিন্দুহনন এই প্রথম নয় | ১৯৪৬ সাল থেকে ক্রমান্বয়ে ঘটে চলেছে এর ধারা আধুনিক কালে | 


হিন্দুহননের ভয়ঙ্কর ইতিহাস পড়ুন | তবে মানুষ হবেন, নচেৎ নয় | ওই লম্বা লম্বা ধর্মনিরপেক্ষতার বুলি কপচাতে থাকবেন যতদিন না ফের মার খান নিজদেহে পূর্ববঙ্গ হতে ও পূর্ব পাকিস্তান হতে পলায়নের পূর্বের ন্যায় | 


61. Is it true that 72 hoors will be available in Jannat if a Muslim male qualifies for permanent residence there? Why this enticement?


62. Hindu girls, beware of love jihād! Do not accept this bait. Do not fall into this terrible trap laid for you. 🕉 Hindu!


63. Muslims give the Dawah to non-Muslims. It is high, I say, time that subcontinental Muslims return instead to their Sanatani roots.


64. Stop brainwashing your children from birth with toxic theology. Let them in freedom grow into enlightened citizens of the world.


65. মূল কথা হল মতাদর্শ | সনাতন ধর্ম হল উৎকৃষ্টতম আধ্যাত্মিকতার আবাসস্থল আর অপরটি জঙ্গিভাবের কেন্দ্রস্থল | ভাবাদর্শের এই মূল প্রভেদটা বুঝে নিলেই কে জঙ্গি আর কে জঙ্গি নয়, তা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে |


66. পুৃণ্যভূমি ভারতবর্ষে জন্মানো কম সৌভাগ্যের নয় | তা সত্ত্বেও যাঁরা ভিনদেশী ভাবাদর্শের দ্বারা পরিচালিত, তাঁরা সেই সৌভাগ্যেও হতভাগ্যই বলতে হবে | তাঁদের পুনরায় স্বীয় সংস্কৃতিতে প্রত্যাবর্তনের শুভ কামনা করি | সনাতনে সুস্বাগতম্ !


67. দেশের আর কত ভাগ দিতে হবে বিধর্মীদের যাতে তাঁদের ভূমিলিপ্সা মেটে ? তার থেকে অনেক ভাল সকলকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা | আর তার জন্য চাই স্বধর্মরক্ষায় সহস্র নরপুঙ্গব বলি, অর্থস্পৃহা, ভোগস্পৃহা ছেড়ে ধর্মাচরণ যাতে প্রক্তন সনাতনীদের, যাঁরা অধুনা ধর্মান্তরিত, তাঁদের উপযুক্ত আশ্রয় দেওয়া যায় মাতৃচরণে, মাতৃক্রোড়ে | 🕉 হিন্দু !


68. I do not understand why this stupidity of conversion of Hindus to Islam and Christianity is conducted by Muslims and Christians.


69. Why do most ex-Muslims hide their faces? What compels them to do so?


70. The more Muslims critically study the Islamic scriptures, the greater grows their scepticism and the tendency to apostasise. Ignorance of the texts keeps them devout and submissive whereas knowledge frees them off the stranglehold of their faith. Knowledge indeed is freedom in such a case. 


71. সাহস বাড়াও, ভক্ত, সাহস বাড়াও |


72. বাংলাদেশে এখন ইসলামের স্বরূপ পুনরায় প্রকাশিত হচ্ছে | হতেই থাকবে যতদিন না কাফিরশূণ্য হয় | এই তো অভিপ্রায় কারণ হিন্দু তো কাফির |


73. ভক্ত, এখনও সময় আছে, বীরবিক্রমে জাগো ! নইলে বাংলাদেশের মতই ডাক আসবে, "কলমা পড়ো, নইলে সরে পড়ো, নইলে মরো |"


74. এই বাংলাদেশও একদিন হিন্দুর ছিল !


75. Selfie তোলা বন্ধ করে self-defenceএর ব্যবস্থা করুন | বাংলাদেশে হিন্দুহনন দেখেও কি ইচ্ছা করছে নিজরূপে মোহিত হয়ে জগতকে মোহিত করতে ?


76. Bangladesh paying back India in grateful terms for liberating her in '71. Religiously observing Islam, true to its true spirit.


77. Sri Aurobindo had prophesied that the severed parts of India in Partition would one day reunite, at least on broad fraternal terms within some such political confederacy. Pakistan and Bangladesh have now religiously reunited, though not politically. If India becomes Dar-ul-lslam, the seer's prophecy will be fulfilled forthwith. Are we headed in that direction? 


78. বাংলাদেশে পুরোদমে ইসলাম পালন হচ্ছে | দার-উল-ইসলামে মুশরিকের স্থান কই ?


79. Islam is being fully observed in Bangladesh. Where is there room for the mushrik in Dar-ul-lslam?


80. The azaan for Zuhr has started blaring over the loudspeakers. Momins, rush to pray while kafirs, keep bearing the disturbance. 🕉


81. Tall talk by Bangladesh but short practice of stated principles. Hindus are being targeted simply because of their religion. 🕉


82. বাংলাদেশের হিন্দুনিগ্রহের ঘটনাপরম্পরায় স্পষ্ট বোঝা যাচ্ছে কোনটা ধর্ম আর কোনটা অপধর্ম | গীতার বাণী এ প্রসঙ্গে স্মর্তব্য |


83. My students are doing magic today. Class 10 boy does 3+3=9. Promptly my class 9 student reciprocates 1×9=10. Modern maths!


84. Demographic imbalance in parts of the subcontinent caused Partition. And it will cause it again if the story is allowed to repeat.


85. I am a Hindu and proud to be so.


86. ISKCON under threat of ban in Bangladesh. Typical of 'the peaceful ones' wherever they are in overwhelming majority.


87. A 'DESH' that is GLAD' to 'BAN' Hindu organisations. ISKCON under threat of ban in BAN-GLAD-ESH.


88. Hindus must be virtuous and valorous, too.


89. Is today's Bangladesh Pakistan in disguise?


90. A lot of Al Taqqiah is being practised by the 'peaceful' ones. Do not fall for their deception ploys. Be discerning. 🕉 Hindu!


91. The state religion of B'desh is Islam. How on earth will Hindus get justice there? No wonder Chinmoy Krishna Das went undefended.


92. Ex-Muslims speak the truth about Islam. Let any Muslim contradict it.


93. Islam is all faith, no philosophy.


94. Bangladesh as East Pakistan was carved out of India by the genocide of Hindus. That Hindus are still being targeted is small wonder. Islamic inheritance!


95. Why don't you all put up protest posts online to stand in solidarity with the persecuted Bangladeshi Hindus? Aren't they your own?


96. আজ যতই হিন্দুপীড়ন করো, তোমাদের পূর্বপূুরুষের সনাতন ধর্মই তোমাদের ভবিষ্যৎ গতি, নিশ্চিত জেনো 'বিশ্বাসীর' দল | এ কথা ফলে যাবে |


97. বাংলাদেশে হিন্দুপীড়নসম্বন্ধীয় কোনো অপপ্রচারই হচ্ছে না ভারতে | সঠিক বার্তাই দেওয়া হচ্ছে | অপপ্রচার চলছে বাংলাদেশে |


98. বাংলাদেশে দুর্গাপূজামণ্ডপ পাহাড়া দিয়েছে সেনা, শিক্ষার্থী---এ কথা গৌরবের সাথে প্রচারিত হচ্ছে সেখানে | কিন্তু পাহাড়া দিতে হল কেন?


99. কোনো জিনিসের আর শুদ্ধতা রইল না | সবই ব্যবসায় পরিণত হ'ল | ৭৯ পর্যন্ত দাও, ৮০র্বাদ নাও |


100. The path of love is not always the path of light as Hindus through 1300 years of Islamic oppression have testified. Their offering of love was crushed by the sword and darkness thrust on them. The Dark Age from the deserts is still continuing in the Indian subcontinent and spreading its wings across the world to the horror of all of civilised humanity. Civilisation itself is under threat from this barbarism emanating from medieval times and holding humanity to ransom ever since. Hope light will guide love from now on.


101. বাঁচতে চান তো লড়তে শিখুন | 🕉 হিন্দু!


102. The progressive Islamisation of West Bengal is not only an existential threat to Hindus here but a threat to national integration.


103. বাংলাদেশের ইসলামীকরণ বাংলাদেশের সর্বনাশসাধন করবে | মধ্যযুগে পেছিয়ে যাবে বাংলাদেশ | এখন সনাতনীরাই বাংলাদেশের প্রকৃত বন্ধু |


104. Is Islam based on investigation, enquiry, critical scrutiny, philosophical understanding and transcendental realisation realisable by all and sundry after due qualification or absolute assertion, arbitrary assumption and blind faith to be adhered to and thrust perforce on others not subscribing to it despite pious pretensions to the contrary through the citing of cherry-picked abrogated scriptural verses that seemingly preach a semblance of supercilious tolerance?


105. If you are serious about understanding Islamic intent towards Hindus, read Sita Ram Goel and Ram Swarup (Voice of India Publications).


106. Does Islam accept Hinduism as a true path to God?


107. If they do 'love jihād' to us, we will do 'dharma love' to them.


108. If Christians baptise Hindus, Hindus in turn should maatise Christians.


109. Swamiji wanted the Ramakrishna Mission to be aggressive in missionary work but it has throughout remained very defensive.


110. বাঙালী হিন্দুর বুদ্ধি আর বিক্রম সমভাবে বিকশিত, প্রকাশিত হওয়া আবশ্যক |


111. ছেলেমেয়েদের ছোটবেলা থেকে বলিষ্ঠ ধর্মশিক্ষা দিন | ভবিষ্যতে বাঁচতে গেলে লড়তে হবে | নাস্তিকতা আর ইন্দ্রিয়ভোগের পাঠ পড়াবেন না |


112. See how a 'gentleman' hurled verbal abuse on me, labelled me with all sorts of unholy epithets, then quit court.


113. There are too many traitors among us, Hindus, who are intent on destroying our Sanatan civilisation in the name of left ideology.


114. আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু অপধর্মকে শ্রদ্ধা করি না কারণ তা করা আমার পক্ষে অধর্মাচারণ হবে |


115. লোকে 'মৌলবাদ', 'মৌলবাদ' বলে সরব হচ্ছেন দুই দেশে কিন্তু সমস্যাটা তো পন্থাতে | ও যে গোড়ায় গলদ ! তার কি হবে ?


116. কাপুরুষ কি আর স্বামীজীকে বোঝে ? সে ভক্তিভান ষোল আনা করতে পারে কিন্তু স্বামীজীর প্রতি প্রকৃত প্রেম তার দূরস্থ |


117. স্বামীজী পুরুষালী, বলিষ্ঠ, বুদ্ধিমান, ইংরেজী শিক্ষায় শিক্ষিত, চরিত্রবান, সাহসী, সধর্মরক্ষায় তৎপর অনুগামী চেয়েছিলেন, মাত্র 'জয়তু স্বামীজী' ধ্বনি তোলা দুর্বল, কাপুরুষ, ক্লীবতাপ্রাপ্ত অনুগামী নয় |


118. The grand year is approaching, the centenary of the Rashtriya Swayamsevak Sangha. (1925-2025) 🕉 Hindu!


119. Ex-Muslims testify to suffering when within the faith. And when out of it, they are hounded as well, forcing them to live incognito.


120. বাংলাদেশের ইসলামী মৌলবাদীদের রবীন্দ্রসংগীত শেখা উচিত | নিয়মিত গান গাইলে জঙ্গিভাব দূর হবে | জিহাদ ছেড়ে এবার নাচো, জঙ্গি, নাচো !

No comments:

Post a Comment