Monday, 18 November 2024

বিস্মৃত হবেন না স্বীয় সত্তা, হে বিশ্ববান্ধব ব্রাহ্মণ মহোদয়


বিস্মৃত হবেন না স্বীয় সত্তা, হে বিশ্ববান্ধব ব্রাহ্মণ মহোদয় !

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


ব্রাহ্মণ যদি ব্রাহ্মণত্ববর্জিত হন, তো সনাতন ভাব রক্ষা পাবে কি করে ? চারিদিকে দেখছি ব্রাহ্মণরাই সবচেয়ে বেশি সনাতন ধর্মের বিরুদ্ধাচরণ করছেন | 


ব্রাহ্মণ ! স্বধর্মে প্রত্যাবর্তন করুন | সংস্কৃতের প্রসার করুন | শাস্ত্রের গূঢ়ার্থ স্বীয় সাধনবলে বোধপূর্বক বুঝিয়ে দিন জনসাধারণকে সহজ ভাষায় | এটি আপনাদের ওপর ঋষিপ্রদত্ত দায়িত্ব যার পালনে আপনারা রক্ষা পাবেন | নচেৎ, বিধর্মী ও শূদ্রের হাতে বিনাশ অনিবার্য | 


শূদ্রযুগ আসছে | গ্রাসাচ্ছাদনের কিছু সুযোগসুবিধা বাড়বে দরিদ্র জনসাধারণের অবশ্যই কিন্তু সংস্কৃতির সর্বনাশ হবে যা একেবারেই কাম্য নয় | এর প্রতিকার আপনাদের হাতে | এ বিষয়ে ভাবুন | জাগ্রতচিত্তে স্বধর্মপালনে আত্মনিয়োগ করুন | এতেই শূদ্রযুগের কুফল হতে নিস্তার পাওয়া যাবে | আপনাদের মেধা ও বিদ্যার সদ্ব্যবহার করুন | এতেই ভারত তথা জগতকল্যাণ | শুধু মূঢ়ের মত নাস্তিকতার বুলি আওড়ে কোনো মঙ্গল করছেন না জগতের | মানুষকে ভ্রান্তপথে পরিচালিত করবেন না | এটি বুদ্ধিমানের কাজ নয়, নির্বোধের অপকর্ম | তাই দিবারাত্র জড়বাদ প্রচার করা বন্ধ করুন, চৈতন্যস্বরূপের চিন্তায় নিমগ্ন থাকুন ও সনাতন সত্যসকলকে বিশ্ববাসীর সমক্ষে তুলে ধরুন | এই মহৎ কর্ম সম্পাদনের জন্যই আপনাদের জন্ম---ধর্মপালন ও ধর্মপ্রচার | যথার্থ গুণগত ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত হ'ন |


🕉 হিন্দু !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment