Thursday, 21 November 2024

'তুমি না রাখিলে দেহ আর পাইব কোথা ? কেঁদে কেঁদে কোথা বেড়াবো ?'


'তুমি না রাখিলে দেহ আর পাইব কোথা ? কেঁদে কেঁদে কোথা বেড়াবো ?' [রবীন্দ্রনাথ]

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡


কত হিন্দু পরিবার বিয়ে না করার জন্য অথবা বিয়ে করেও সন্তানাদি না হওয়ার জন্য নির্বংশ হয়ে যাচ্ছে | কত প্রতিভার ধারা এভাবে অঙ্কুরেরও আগে বিনষ্ট হয়ে যাচ্ছে | এভাবে সংস্কৃতির অবনমন কে রোধ করবে ? স্বার্থ আর ভোগের আজ আশ্চর্য সম্মেলন | উচ্চশিক্ষার এবং উচ্চাঙ্ক্ষার যুগলবন্দিতে যদি ভবিষ্যৎ প্রজন্ম মাতৃগর্ভ হতে বঞ্চিত হয়, তবে ভাবীকালের উচ্চশিক্ষার আর উচ্চাকাঙ্ক্ষার পূর্ণতা কিভাবে হবে ? সংস্কৃতির এই অবক্ষয়ের পেছনে বিবাহ না করা অথবা ইচ্ছাপূর্বক নিঃসন্তান থাকা একটি কারণ | ভাবুন তো, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যদি বিবাহ না করতেন অথবা একটি সন্তানে (দ্বিজেন্দ্রনাথ ঠাকুরে) ক্ষান্ত হতেন, তাহলে চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথকে কি পেতাম আমরা ? অনুরূপভাবে মাতাপিতার নবম সন্তান সুভাষচন্দ্রকেও পেতাম না | ভুবনেশ্বরী দেবী ও বিশ্বনাথ দত্তের ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ, অর্থাৎ, স্বামী বিবেকানন্দ | এরকম তো ভুরি ভুরি | কত বলব ? তাই ভাববার বিষয় এভাবে গুণী ছেলেমেয়েরা যদি বিবাহের বিরুদ্ধে অথবা বিবাহপশ্চাৎ প্রজননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তো নিহত না হয়েই জাতি নিশ্চিহ্ন হবে কালে | 🕉 হিন্দু !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment