বাহবা বাংলাদেশ ... ১
বাহবা বাংলাদেশ ... ১
●●●●●●●●●●●●●●●
সোজাসুজি কথা বলেন কমজন | সবাই ঘুরিয়ে ঘুরিয়ে বক্তব্য পেষ করেন যাতে নিজেকে বেশ সুরক্ষিত রাখা যায় |
ইসলাম যে মনুষ্যসমাজকে দুই ভাগে বিভক্ত করেছে ও কাফিরদের জন্য দোজখের/জাঁহানন্মের (নরকের) বন্দোবস্ত করেছে সে কথা তো প্রায় সকলেই জানেন | কিন্তু ইসলামের চোখে সবচেয়ে বড় অপরাধি কে তা জানেন কি ? উত্তর হল, মুশরিক, অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত আর কোন দেবতাকে ও বহু দেবতাকে যে পূজো করে, সে | মুশরিকের অপরাধের একমাত্র ক্ষমা ইসলাম কবুল | নচেৎ মৃত্যু ও তারপর অনন্ত নরকভোগ | হিন্দু হল সেই মুশরিক | তাই বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তা অপ্রত্যাশিত নয় | তার সমর্থন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থেই আছে | গনিমতের মাল তো মুসলমানেরই প্রাপ্য | এ তো আল্লাহনির্দিষ্ট বিধান | হাজার বছর ধরে এই তো চলে আসছে | হিন্দু নারীর বলাৎকার, দাস বাজারে বিক্রয়, হিন্দুর সম্পত্তি হরণ, হিন্দু গণহত্যা, হিন্দুকে বলপূর্বক ইসলামে দাখিল, অর্থাৎ, ধর্মান্তরণ | এ তো নতুন নয় | এ তো সহস্রবর্ষব্যাপী ইসলামীয় প্রকল্প, যেনতেনপ্রকারেণ দার-উল-হার্বকে দার-উল-ইসলামে পরিবর্তন করার প্রয়াস |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment