Friday 16 August 2024

ঋষি ?



ঋষি ?

☆☆☆


যাঁরা ঘুরিয়ে পেঁচিয়ে আধ্যাত্মিক কথা বলেন, জানবেন তাঁদের বস্তুলাভ হয়নি | কাব্য ভাল হতে পারে অধ্যাত্মবিষয় নিয়ে কিন্তু তা কাব্যই, আধ্যাত্মিকতা নয়, ঋষিত্ব তো দূরের কথা | এই ব্যাপারটি রবীন্দ্রনাথ বিলক্ষণ বুঝেছিলেন | তাই দিলীপ কুমার রায়কে যখন বলেছিলেন, "আজকাল দেখছি অবতারের এপিডেমিক লেগে গেছে |", তখন শ্রোতা আহত বোধ করেছিলেন এটি তাঁর গুরু শ্রীঅরবিন্দকে লক্ষ্য করে কবির কটাক্ষ বলে নির্ধারণ করে | অবশ্য রবীন্দ্রনাথ তাঁকে আশ্বস্ত করেন এই বলে, "দিলীপ, কেউ যদি কবিদের লক্ষ্য করে কিছু বলেন, তাহলে কি বুঝতে হবে যে রবীন্দ্রনাথকে লক্ষ্য করেই তা বলছেন ? কবিমাত্রেই তো রবীন্দ্রনাথ বোঝায় না |" Small consolation from the Poet unto the aggrieved disciple of the reclusive writer of Pondicherry! But the Poet's incisive thinking was spot on, to my mind, and Dilip Kumar Roy's sense of hurt proof of his own lack of conviction about the so-called Avatar-status of his adored Guru.


Written by Sugata Bose

No comments:

Post a Comment