ভো কাট্টা !
ভো কাট্টা !
------------
যাচ্ছেন কোথা ?
দেশে |
কোন দেশে ?
আমার দেশ, বাংলাদেশে |
কেন ? বেশ তো ছিলেন এখানে ?
আর থাকা ! খালি বলে, যা না, যা না | তাই এবার লোপাট করে পত্রপাঠ চললাম | আর ফিরব না |
সে কি ? আমাদের কি হবে ?
অনেক তো পাইয়ে দিলাম | আর কত ?
কিন্তু তাই বলে একেবারে বেঘর হয়ে ঘরে ফেরা ?
ওরে ছোঁড়া,
যদি ওরা
চড়ে ঘোড়া
আসে তেড়ে,
পালাবার পথ পাব না ||
তাই আগে ভাগে
কামান দেগে,
বায়ুর বেগে
পড়ছি ভেগে |
সমস্যা যে যাচ্ছে বেড়ে ||
ও, তাই বলুন | এ যে দেখছি একেবারে লোটা কম্বল !
কোথায় আর নিতে পারলুম ?
কত ছিল হ্যাণ্ডলুম !
সবই রইল পড়ে
ওই দেবী মায়ের দোরে |
যাচ্ছি শুধু পুরোনো বন্ধু,
হাওয়াই চপ্পল পরে ||
ভো কাট্টা !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment