যিনি নিরন্তর রামকৃষ্ণময়
যিনি নিরন্তর রামকৃষ্ণময়
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
স্বামী গীতানন্দ মহাপুরুষ ছিলেন | তাঁর অকপট সারল্য, অমায়িক ব্যবহার, চারিত্রিক স্বচ্ছতা ও নিরন্তর রামকৃষ্ণ নামজপ তাঁকে ঠাকুরের অতি আপনজন করেছিল | গীতানন্দজীর স্মরণে আজ বিক্ষুব্ধ মনে শান্তি পেলাম | এর কারণ তাঁর রামকৃষ্ণপরায়ণতা | এই দুর্নীতির দিনে, যখন নেতানেত্রী চূড়ান্ত চরিত্রহীন, মহারাজ আধ্যাত্মিক আশ্বাসের স্থল, শান্তির আশ্রয় কারণ তিনি নিজে যা জীবনে নিরন্তর পালন করেছেন, তাই ভক্তদের বলতেন | যথা :
জনৈক ভক্ত --- "মহারাজ, আধ্যাত্মিক পথে চলব কিভাবে ?"
গীতানন্দজী --- "দেখুন, আমি ঠাকুরের নাম করে বেশ ফল পেয়েছি | এটি করতে পারেন |"
অমায়িক আচরণের অন্তিম নিদর্শন | কোন চাপ নেই, নেই অহমিকার লেশমাত্র | সরল মানুষের অকপট অভিব্যক্তি | আলোকবর্তিকা হয়ে রইল ভবিষ্যৎ মানুষের চলার পথে | অনুপ্রেরণার অনন্ত প্রস্রবণ |
রচয়িতা: সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment