Tuesday 13 August 2024

MESSAGES GALORE ... 81


MESSAGES GALORE ... 81


1. যিনি পুরুষ হয়েও পৌরুষবিবর্জিত, তাঁকে পৌরুষের মাহাত্ম্য বোঝাই কি করে ? স্বয়ং স্বামীজীও তো বিফল হলেন বোঝাতে |


2. বেদান্তপ্রচার মেয়েলী পুরুষের কর্ম নয় | স্বামীজী যেমন পুরুষ সিংহ নিজে ছিলেন, তেমনই পুরুষ সিংহের কাজ যথার্থ বেদান্তপ্রচার |


3. পুরুষের এই মেয়েলী হাবভাব স্বামীজী একেবারে পছন্দ করতেন না |


4. ফেসবুক না করলে 'শিক্ষিত' মানুষের চিন্তার 'গভীরতা' ও 'ভক্তের' 'ভক্তির' প্রগাঢ়তা সম্বন্ধে একেবারে অনবগত থাকতাম |


5. দুষ্ট যখন রাজত্ব করে, শিষ্ট যখন ক্লীষ্ট হয়, সন্ন্যাস যখন হয় প্রহসনে পরিণত, বিনষ্টপ্রায় হয় সভ্যতা, তখন অবতার আবির্ভূত হন সর্ববর্ণ রক্ষাকল্পে |


6. We need a drive in the nation, a thrust, an energetic impulse that will break our age-old inertia and advance us into the global lead.


7. Islamists speak directly about their sharia agenda whereas those opposing them keep beating about the bush. This weakens defence.


8. Dr. Hedgewar and Dr. Syamaprasad Mookerjee were way ahead of their times in apprehending the forthcoming Islamic challenge.


9. Effeminacy Swamiji detested and that is all. No point defending it just because some men of eminence are effeminate as well. The principle stands irrespective of instances that may be unpalatable for many. Manhood, if experienced within oneself, comprehends the import of Swamiji's exhortations to that tune. Where effeminacy abounds in a person, how is it possible that such appreciation of Swamiji's virile message will be? Let us rid ourselves of servility and stand up as real men in the sunshine of life.


10. স্বামীজী বেদমূর্তি, ঘনীভূত জ্ঞান, পরাশক্তির মানবপ্রকাশ যা হিমবাহসম স্বল্পদৃশ্যমান, অধিক ব্রহ্মসাগরে নিমজ্জিত | তিনি যদি কোন আজ্ঞা দিয়ে থাকেন, তা অবশ্য ধর্তব্য, কর্তব্য, শ্রদ্ধাপূর্বক পালনীয় | পৌরুষের ব্যাপ্ত প্রকাশ জীবনের প্রতিটি ছত্রে ছিল তাঁর জীবনবেদ |


11. My life has been cut short by my career and, yet, life itself is the career.


12. Viewing the antics of Islamists in Bangladesh, one wonders where this nation is headed. Is this the flourishing Bengal of yore?


13. The more the hold of fanatical faith on a nation, the worse its fate. Bangladesh declining along such a precipitous path.


14. মন যত ক্ষুদ্র, সাফল্য তত সুদূর পরাহত | হৃদয়ের সম্প্রসারণেই ভক্তি, মুক্তি লাভ | খণ্ড হতে অখণ্ড বোধ ব্যাপ্তির অপেক্ষা রাখে |


15. Hindus fighting back in Bangladesh. Signs of solidarity visible. Let the movement gather momentum. West Bengal needs to follow suit.


16. স্বাধীনতা দিবসকে ছোট করতে নেই | একই ভাবে ভুলি না যেন সেই অগণিত মানুষকে যাঁরা স্বাধীনতার যূপকাষ্ঠে একদিন নির্মম ভাবে বলি হয়েছিলেন |


17. যে মায়ের কৃপা পায়, সে কি নিজের জন্য কখনও বাঁচে ?


18. শুভ স্বাধীনতা দিবস ! আজ বীর বিপ্লবীদের প্রণাম জানাই, দেশভাগে নিহত, লাঞ্ছিত, লাঞ্ছিতাদের উদ্দেশ্যে নতমস্তকে শ্রদ্ধাজ্ঞাপন নিবেদন করি |


19. বাংলার কি অবস্থা ! আর.জি.কর.এ আক্রমণ--পুলিশ প্রহৃত, রক্তাক্ত, অচৈতন্য | দুষ্কৃতকারীর তাণ্ডবে হাসপাতাল রণক্ষেত্রে পরিণত, বিদ্ধস্ত |


20. গোড়ায় গলদ !


21. Hypocrisy rolling out by way of intended political protest against molestation and murder of R.G.Kar lady doctor. Bengal, wake up!


22. Elect crooks and pay the price. Enlightened leadership needed, not leadership devoid of character.


23. Molestation, murder and now mayhem at R.G.Kar Medical College and Hospital. West Bengal going down the drains. Rescue her.


24. There is utter lawlessness in West Bengal. It is going from bad to worse by the day. R.G. Kar, Sandeshkhali are but two instances.


25. Doctors must triumph over crooked politicians of West Bengal.


26. How many more Indian soldiers must die at the hands of Islamic terrorists?


27. 77 years on since Partition Hindus are still being persecuted in Pakistan and Bangladesh. Why? Because a scripture mandates so.


28. স্বামীজীর শিক্ষা গ্রহণ করেনি বৃহৎ বাংলা | তাই এই চারিত্রীক অধঃপতন, এই নৈরাজ্য বাংলায় | যেখানে ক্ষমতাই সব, সেখানে সভ্যতার, সংস্কৃতির স্থান কোথায় ? যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে, এ সবই বাংলার বিবেকানন্দ হতে বিচ্যুতির ফল, ভোগের পরিণতি---দুর্ভোগ | এখনও বাঙালীর চেতনা হয়নি | এখনও অপশিক্ষার শেষ দেখেনি এ জাতি | চৈতন্যহীনতার অন্তিম পরিণতি এখনও ভবিষ্যতের গর্ভে ভূমিষ্ট হওয়ার অপেক্ষায় | আজ বিবেকানন্দবোধ জাগ্রত কর বঙ্গসন্তান | নচেৎ কাল কালের করাল গহ্বরে পতিত হবে |


29. 

Is this what he deserved for all his greatness and service to his motherland? Bengal, feel ashamed and rectify stance. Return to seminal roots, not in mass molestation of our girls but in creative endeavour, in inspired movement that had once marked you out as a premier people of this vast conglomeration of races.


30. 


কত গুণ্ডা পোষে বাংলা


যে আর.জী.কর.এ এই হামলা ?


31. Sandeshkhali forgotten? Will R.G.Kar be forgotten too & song & dance culture take over again while West Bengal sinks into anarchy?


32. Such vandalism, such barbarism as what unfolded at R.G.Kar can no longer be tolerated. There is simply anarchy in West Bengal.


33. ধর্মের কল বাতাসে নড়বে | শুধু কালের অপেক্ষা |


34. Swamiji had reminded Nivedita, "Remember, woman and the masses." Well, is this the way his beloved Bengal will go towards fulfilling his dream? What would he have said were he in person alive among us today to behold the continuous horrors at R.G.Kar Medical College and Hospital beginning with the brutal molestation and murder of his beloved 'daughter', the lady doctor whose horrific fate at the hands of barbarians has sent shock-waves across the nation and the wider world?


35. Hanging by the moment when dawn dawns on me. The lingering hour finds fulfilment in its efflorescence as the blossoming dawn. 🕉 


36. Is Bangladesh in the final phase of its Islamisation?


37. স্বামীজীর বই এ দেশের ওষুধ |


38. I thank those who have been consistently and unfailingly sharing my posts over the past few years and in so doing helping me spread the message of Swami Vivekananda that courses through my blood. I owe everything to Swamiji and I owe a lot to these wonderful Facebook friends who are sympathetic to the cause I represent and are so forthcoming in aiding me in this grand venture.


39. Money maketh not a Mission.


40. হা ভগবান ! হা ভহবান ! এ কী সমাজ ! এ কী সমাজ !


41. The crème de la crème of Bengal are dead. Now rogues remain to rule, nay, misrule the masses.


42. দলনেতানেত্রীকে তেল না দিলে কি তাঁদের চরকা চলে না ?


43. একটা তৈলমর্দন মোর্চা করলে কেমন হয় ? দাসজাত কি স্বাধীনতা বোঝে ? নেতানেত্রীকে তেল দিতেই হবে | তবে তো !


44. যত সব অসভ্য লোকের সমাবেশ ! সমাজটা উৎসন্নে গেল | গৃহে গৃহে যদি এর প্রতিকার না হয়, তো সমাজের এই অধোগতি কিছুতেই রোধ হবে না |


45. মানুষ বেঁচে থাকতে দাম দেয় না, মরে যাবার পর শ্রাদ্ধ করে | জীবন্ত শ্রদ্ধা পেলে জীবন ধন্য হত |


46. চীৎকার চেঁচামেচির মধ্যে কি আর গান হয় ? শাস্ত্রীয় সংগীত সূক্ষ্ম স্নায়বিক অনুভব ও প্রকাশের ব্যাপার, জান্তব পরিবেশে রুদ্ধ হয় |


47. Farcical march of protest. Protesting against whom/what? Who is the overseer of the law and order situation in West Bengal?


48. West Bengal is now the worst Bengal in history. Time for a change.And if it does not come, Bengal will die a civilisational death.


49. ঢংএর পরাজয় হোক |


50. 


SHAME!


Who are you to give money, Madam Chief Minister, to raise a memorial to the massmolested-murdered lady doctor? Are we beggars, parents bereft of character and love for our dear daughter, that we will bargain to salvage something out of her demise from someone who has scant respect for humanity and has the least sensitivity towards human honour and dignity, especially in the hour of terrible grief and unbearable pain, to make such an offer?#Wewantjustice


Written by Sugata Bose


গণধর্ষণ, নিধনের ক্ষতিপূরণ দশ লাখ টাকা? বাহবা, মুখ্যমন্ত্রী ! হিসেব হল নারীর শ্লীলতার মূল্য, জীবনের দাম !


https://www.facebook.com/share/v/oDQ7vVw7wa1ZWPu8/?mibextid=oFDknk


51. মানুষের অভিসম্পাত যে কী ভয়ঙ্কর তা কালে প্রকাশ্য | এর প্রতিফলও আসবে | কর্মের অমোঘ বিধান !


52. এই মুখ্যমন্ত্রী তো খুব ভাল, তাই না ? এর পরের মুখ্যমন্ত্রী আরও ভাল হবে না তো ?


53. বিবেকানন্দ পড়ো, বঙ্গসন্তান, বিবেকানন্দ পড়ো | নইলে স্বামীজী যা বলেছিলেন, তাই হবে | বিসর্জন !


54. I want to die listening to this music played by Sri Krishna and beholding his beautiful form. He is the solace of my life and he will be the melody of my death, my grand passage to the other world.


Those rarest strains of love that are closest captured by music of surpassing sublimity.


[Reference: Gaud Sarang played by flautist Pannalal Ghosh; same played by flautist Nityanand Haldipur.]


https://youtu.be/BtcOwFv6H-U?si=Ly1zGWv3OglYMIfW


https://youtu.be/fQbCWc789gI?si=yDiXX_YgMP5G9nem


55. Who can behold, hold the beloved but through love that wells up spontaneous from the heart, unthinking of return?


56. Where prose fails, poetry upholds. Where poetry fails, music holds. And where music fails, there love reigns in rarest realm.


57. Islam will not be able to conquer India. This is my prophecy. But Hindus will have to radically change to thwart it and they will.


58. 

এই স্বামী বিবেকানন্দ | এঁকে যদি বাচ্চাদের ছোটবেলা থেকে না দেওয়া যায়, তাহলে বাংলার আজ যা হাল তার চেয়েও খারাপ দিনে দিনে হবে | অপশিক্ষার দ্বারা জর্জরিত জাতি |


59. বাংলায় এতদিন ছিল কমিউনিজম্ | এখন চলছে ফ্যাশিম্ মহুয়া মৈত্র যা সংসদে জোর গলায় কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বলেছিলেন | অবশ্য ঘরের ছবিই তো সর্বত্র দেখবেন, এটাই তো স্বাভাবিক | বাংলায় নৈরাজ্যের চূড়ান্ত চলছে, একনায়িকাতন্ত্র | বাংলার বিপ্লবীরা কি এই জন্য রক্ত দিয়েছিলেন ?


#Wewantjustice


60. ওঃ, আর পারা যায় না ! 


"নির্যাতিতার ফাঁসি হোক | নির্যাতিতার না | সরি, এটা আমার মুখ থেকে ভুল বেড়িয়েছে | এটা আমি withdraw করছি | নির্যাতিতার, মানে, ধর্ষিতাদের ফাঁসি হোক |"


এবার সাহিত্যে নোবেল প্রাইজটা আসছেই আসছে | এ যে একেবারে 

'এপাং, ওপাং, ঝপাং |

আমরা সবাই (নোবেল কমিটি) চিৎপটাং |'


#Wewantjustice


এবার সাহিত্যে নোবেল প্রাইজটা আসছেই আসছে | এ যে একেবারে 

'এপাং, ওপাং, ঝপাং |

আমরা সবাই (নোবেল কমিটি) চিৎপটাং |'


#Wewantjustice


#Wewantjustice 


https://www.facebook.com/share/v/QaxHhjEBjaRRP4Ud/?mibextid=oFDknk


61. এই না হলে খেলুড়ে? চরিত্রগঠনের চূড়ান্ত নিদর্শন, সহমর্মিতার অন্তিম পরাকাষ্ঠা ! Off-sideএ ব্যাট ভাল করতেন কিনা, তাই জীবনের ফুটবলে off-side হয়ে গেল | Moreover, my dear friend, mass-molestation of this sort is not an accident which you may conveniently pass off as routine worldwide happening but a premeditated crime of horrendous proportions about which greater sensitivity is necessary. Speak sense, son. Else, it is not only a violation of civic propriety on your part but an exhibition of utter innocence in the matter which is best kept indoors and is not brought out into the open, for a public display of intellectual acumen like this is not only unbecoming but an exposure of your faculties. Your remark clearly reveals that too much media hype and hoopla surrounding so-called celebrities is a trifle disconcerting for them as well as a pointer to our intellectual shallowness as a nation. Let sanity prevail through keeping people dimensionally bound to their natural size instead of inflating them through overmuch of undeserved fanfare tantamount to nothing substantial. [Reference: Sourav Ganguly's insensitive remark regarding the molestation and murder of the young lady doctor of pseudonym 'Abhaya' at R.G.Kar Medical College and Hospital on 9 August, 2024.]


https://www.facebook.com/share/v/UJMgrLNSSpVk5Uf9/?mibextid=oFDknk


62. যিনি প্রতি পদক্ষেপে ভয়ঙ্কর সব ভাষাগত ভুল করেন, তিনি কি রাজ্য চালাবার ক্ষমতা বা যোগ্যতা রাখেন?


63. PC is a piece.


64. আমাদের দেশের আজ এমন দুর্দশা যে একটা পুরুষ মানুষ পাওয়া যায় না যে বিশ্বজুড়ে পুরুষোচিত ভাবে বলিষ্ঠ বেদান্ত প্রচার করতে পারে |


65. আজ ১৮ই অগস্ট | যে বাঙালী নেতাজীকে ভুলে গেল, সে বাঙালী তো মমতাকেই পাবে |


66. আরো কর 'দিদি', 'দিদি', 'দিদি', 'দিদি' | এবার দেখ কেমন 'দিদি' |


67. A leader must emerge who will galvanise forces to set West Bengal on the right track. Bengal, go back to Vivekananda.


68. ঠাকুর স্বামীজীকে এনেছিলেন লোকশিক্ষা দিতে | আর আমরা স্বামীজীকে ছেড়ে মার্ক্স, লেনিন, স্টালিন, মাও, জ্যোতি, মমতাকে ধরলাম | অধঃপতন !


69. আমাদের বাংলার অবস্থা এখন কি রকম জানেন ? To hell with ব্রহ্মজ্ঞান and heaven with অজ্ঞান ! বাবা, আকাশ, ফানুস !


70. আগে বামেদের বর্ণে ছিল সব লাল | এখন রুধিররঞ্জিতা সব লাল |


71. জনবিক্ষোভ বাড়ছে |


72. Doctors are highly educated people. Injustice meted out to them will naturally draw their ire which is evident on the streets now.


73. আজ স্বামীজী, নেতাজী থাকলে কি বলতেন ?


74. What is fascism? Reign of brute force and terror.


75. Justice is being expedited, courtesy the Supreme Court of India which has taken suo moto cognisance of the Abhaya case.


76. বাক স্বাধীনতার ওপরও হস্তক্ষেপ? তাহলে কোথা গণতন্ত্র?


77. If the administration cannot take criticism and harasses onliners for critical posts, democracy is in peril in West Bengal.


78. Bengal once had driven the British away. These are small fish in relative terms. The movement gathers momentum.


79. শিক্ষিত, তথাকথিত সংস্কৃতিবান মানুষ, কি করে অশিক্ষিত নেতানেত্রীর পদানত হয়ে অসম্মান স্বীকার করে রাজনীতি করতে পারেন, আশ্চর্য লাগে |


80. এতকাল শুনতাম 'খেলা হবে' আর গতকাল খেলা বন্ধ করা হল | ব্যাপারটা স্ববিরোধী হয়ে গেল না ? #Wewantjustice


81. রাজনৈতিক নেতানেত্রীরা কী অবলীলায় মিথ্যে কথা বলতে পারেন ! আর কী অসামান্য অভিনয়-ক্ষমতা, আবরণী ও বিক্ষেপশক্তি !


82. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায় ? বাংলায় এই রকম গণতন্ত্র ? মানুষের নির্বাচনে যে ক্ষমতালাভ, সেই ক্ষমতার এহেন প্রয়োগ ?


83. কথা বলতে পারব কি পারবনা ? কতটা বললে অনুত্তেজক আর কতটা বললে উত্তেজক ? বাকস্বাধীনতা রোধ করা হয় তখনি যখন মানুষের প্রতিবাদকে ভয় পেতে শুরু করে প্রশাসন | কিন্তু গণতন্ত্রের ভিত্তিভূমি বাকস্বাধীনতা যা খর্ব হলে স্বৈরাচার স্বভাবতঃই এসে পড়ে | তাই কি তাহলে পরিস্থিতি, গতগণতন্ত্রের পরিণতি এই বিগতগৌরব বাংলায় ? 

#Wewantjustice

#justiceforRGKar


84. How insensitive is the Government that instead of addressing the molestation and murder of Abhayā in a sympathetic way and doing the needful as befits a people's state, it has resorted to administrative high-handedness, curtailment of protest marches in 'sensitive' areas through imposition of relevant Sections of the Indian Penal Code, and restriction on free speech by police action! This is abhorrent and indicative of precipitating political culture in a province that has produced in the past preeminent personalities in the political sphere.

#Wewantjustice 

#justiceforRGKar


85. বাংলা তোলপাড় ! অভয়ার মর্মান্তিক মৃত্যু কি রূপ দেবে বাংলাকে ?

#Wewantjustice #

justiceforRGKar


86. Do not be deluded by this lady putting up periodic comedy shows. We did not win freedom at such a cost to be humoured so cheap.


87. রঙ্গ-রসিকতা তো অনেক হল ; বাকস্খলনও কিছু কম নয় | এখন রাজ্য চালানো কর্তব্য, যে কারণে নির্বাচিত হওয়া | কিন্তু সে ক্ষমতা কই ?


88. ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বাঘা যতীন, রাসবিহারী বসু, উল্লাসকর দত্ত, কানাইলাল, সত্যেন, গোপীনাথ সাহা, হেমচন্দ্র ঘোষ, বিনয়-বাদল-দীনেশ, মাস্টারদা, নেতাজী ও আরো অজস্র বিপ্লবী কি স্বাধীন বাংলায় রাজ্যশাসনের নামে নাটক, সস্তা রঙ্গরসিকতা---এই প্রহসনের জন্য রক্তক্ষয় করেছিলেন ? স্বামীজী কি এই রকম নেতানেত্রী বাংলার হাল ধরবে বলে আশা পোষণ করেছিলেন ? এই আবরণী শক্তি, বিক্ষেপ শক্তি অবিদ্যা মায়ার পরিচায়ক, রাজ্য প্রশাসনিক প্রধানকে তা শোভা পায় না | বাঙালীর ফিরে দেখা উচিত এই কলঙ্কিত বর্তমানকে প্রত্যাখ্যান করে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস |


89. এ কি প্রশাসন না প্রহসন, নিগ্রহের অনন্ত প্রস্রবণ ?


90. অত্যাচারের অবসান হবে | Repression cannot win. Pride cometh before a fall. So does arrogance and comic slighting of molestation-murder.


91. Tilottamā! Abhayā! We are with you. 🕉


92. Titanic sinking! #Wewantjustice


93. Doctors are highly educated people with integrated personalities. Their voice of protest cannot be stifled so easily.


94. প্রবাদবাক্য আছে, 'অতি বাড় বেড়ো নাকো, ঝড়ে পড়ে যাবে |'


95. চরিত্র সর্বজয়ী | চরিত্রবান, চরিত্রবতী, উচ্চশিক্তিত, উচ্চশিক্ষিতা, সংস্কৃতিবান, সংস্কৃতিবতী ডাক্তারদের সম্মিলিত প্রতিবাদধ্বনি প্রশাসনিক কৌশলের দ্বারা স্তব্ধ করা যাবে না | স্বামীজী বলেছিলেন, "চালাকির দ্বারা মহৎ কাজ হয় না |" এ ক্ষেত্রেও তা প্রযোজ্য | হয়রানি, হুঁসিয়ারি---এ সব দিয়ে কি চিকিৎসককুলকে ন্যায্য প্রতিবাদ হতে প্রতিহত করা যায় ? সময় আগত | দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্মসংস্থানের নিমিত্ত 'দিন আগত ওই |' #Wewantjustice


96. Shishupāl's 100 dark deeds over. Now Krishna cometh with His Sudarshan Chakra. 🕉


97. Convert Vivekananda to deeds instead of idle quotes.


98. আর. জি. কর. এ যে ভাঙচূড় করা হল, তা করল কারা আর করল কেন ?


99. গুণ্ডায় ভরা দল হলে এমনই হয় |


100. প্রশাসনের নামে প্রহসন চলছে |

#Wewantjustice

No comments:

Post a Comment