"চেলা মিলে লাখে লাখ, গুরু না মিলে এক"---স্বামীজী
"চেলা মিলে লাখে লাখ, গুরু না মিলে এক"---স্বামীজী
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
দিনে দিনে আরও খারাপ হবে | সংস্কৃতির উন্নতি না হলে রাজনীতির উন্নতি হবে না | আর সংস্কৃতির ভিত্তিভূমি হল আধ্যাত্মিকতা যার প্রথম ফল মূল্যবোধের বিকাশ ও নৈতিক চরিত্রগঠন | এর জন্য জনসংখ্যানিরোধ, ছাত্রাবস্থায় রাজনীতি করার পরিবর্তে সনাতন আদর্শ শিক্ষা ও মনঃসংযম শিক্ষা, এবং অবাধ কুরুচিপূর্ণ, অবাস্তবিক বাণিজ্যিক বিজ্ঞাপনের ওপর নিয়ন্ত্রণ প্রয়োজন | আর আছে মহৌষধ---যুবসমাজকে বিবেকানন্দবোধে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা | কিন্তু কে করবে ? একটি মানুষও তো চোখে পড়ে না যিনি গঠিতচরিত্র, পৌরুষপূর্ণ, যাঁর কন্ঠ হতে ব্রহ্মবীর্যপ্রদীপ্ত বজ্রবাণী নির্গত হয় ছেলেমেয়েদের অনুপ্রেরণাপ্রদানের উদ্দেশ্যে | স্বামীজী যা বলতেন, এখন ঠিক তাই---"চেলা মিলে লাখে লাখ, গুরু না মিলে এক !"
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment