বাঙালী, জাগো !
বাঙালী, জাগো !
☆☆☆☆☆☆☆☆
'ব' দিয়ে বেদান্ত, 'ব' দিয়ে বিবেকানন্দ, 'ব' দিয়ে বাঙালী | প্রথম দুটির সামঞ্জস্য আছে; তৃতীয়টির আজ আর নেই | বেদান্ত-বিবেকানন্দ-বিচ্যুত বাঙালী | বাঙালীর 'বঙ্গভঙ্গ আন্দোলন' আজ হাসপাতাল ভাঙচুরে পরিণত | হা বিপ্লবী বীরগণ ! তোমার বংশধর আজ পশুপ্রায় ঠিক যেমনটি স্বামীজী ভবিষ্যদ্বাণী করেছিলেন | বঙ্কিম আজ বিস্মরণে, বাঘাযতীন বুরিবালামে বিবর্জিত | জাতি চরিত্রভ্রষ্ট, অধঃপতিত, তাই এই হাল | এবার উত্থানের পালা | বিবেকানন্দে শরণ নাও | সুভাষচন্দ্রে পূর্ণিমার আলোক পান কর | রাসবিহারীতে রাশযুক্ত হও | সূর্য সেনে ঊষাকিরণে ধৌত হয়ে শুদ্ধ হও | অনেক হয়েছে নাস্তিকতা | অনেক হয়েছে মার্ক্সীয় লিটল ম্যাগাজিন | ভ্রষ্ট নৃত্যগীতকলার অনেক হয়েছে পালা | এবার চরিত্র গঠন কর বিবেকানন্দ-প্রদর্শিত পথে | তবে বুঝি যোগ্য পূর্বসূরীর অযোগ্য উত্তরসূরী নও তুমি | সংক্ষেপে--বাঙালী, জাগো !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment