MESSAGES GALORE ... 82
MESSAGES GALORE ... 82
1. People's State or Police State? Democracy or Dictatorship? Freedom or bondage?
#Wewantjustice
2. অত্যাচারের অন্তিম চরণ |
#Wewantjustice
3. Why was the renovation done in a hurry near the crime scene at R.G.Kar?
#Wewantjustice
4. Why was Tilottama's dead body hastily cremated?
#Wewantjustice
5. Swamiji had said that wicked people get punishment for their evil deeds late and with interest compounded.
6. কী স্বচ্ছ, সুন্দর, নিষ্কলঙ্ক, সৎ এই সরকার ! নেত্রীর তো নীতিবোধের জবাব নেই | সত্যি, আমরা ভাগ্যবান, তাই না ?
7. #Wewantjustice. But justice leading to what? The source of alleged rackets and their backer bosses or upto only frontier criminals?
8. পশ্চিম বঙ্গে সরকার ? দরকার |
#Wewantjustice
9. যাঁরা এই নৃশংস হত্যাকাণ্ডের ওপর পর্দা ফেলতে চাইছেন, তাঁদের ওপর জনগণেশের অভিশাপ বর্ষিত হচ্ছে |
10. আমাদের সাধের বাঙলা দিনে দিনে আরো সুরক্ষিত হয়ে উঠছে এমন সুদক্ষা প্রশাসকের নেতৃত্বে | কি বলেন ?
11. রাজ্য না নৈরাজ্য?
12. ৭০০০ মিষ্টি মানুষের মোলায়েম স্পর্শে R.G.Kar যখন আদর খাচ্ছিল, তখন বাংলার বীর পুলিশ 'পরে লড়ে নেব' ভাব নিয়ে অপেক্ষমান ছিল |
#Wewantjustice
13. এদিকে মহানারী, ওদিকে মহাপুরুষ | মাঝখানে ভাসমান ত্রিশঙ্কু বাঙালী !
#Wewantjustice
14. তৃণমূলের যে সব নেতারা আন্দোলনকারী ডাক্তারদের ভালবেসে কত সব মিস্টি মিস্টি কথা বলছে, তাদের পুলিশ রসগোল্লা খেতে ডাকবে না ? লালবাজারে শুধু ডঃ সরকার, ডঃ গোস্বামীরূপ টকেদের তলব ? ওঁরাই সব রসগোল্লাগুলো খাবেন ? #Wewantjustice
15. আর নয়, আর নয় |
এবার বর্তনপরির সময় |
#Wewantjustice
16. তোমার মত সিস্টার ! এমন মন্ত্রী আর কে আছে ?
#Wewantjustice
17. People lose power of activism when selfish interest contaminates their effort. Loss of personality results which mars movement.
18. One question arises. Who is the real culprit, the mastermind of it all, the puppeteer who makes the puppets dance to his/her tune?
19. Who ordered the 7000-strong mass vandalisation of R.G.Kar Medical College with an inept police force unable to combat it? And why?
20. বাংলা চরিত্রভ্রষ্ট হয়েছে | তাই এই দশা | নইলে রাজ্যে একের পর এক এত অপকর্ম হয় ? নৈরাজ্যের চূড়ান্ত !
#Wewantjustice
21. It is shocking to see learned politicians support corrupt leaders purely because party interest overrides national interest.
22. Remember, frequency of communication builds bond for it reinforces relation. A vacuous space kills the very life of it, erasing memory and building walls of near-permanent separation till in some fortunate hour by the grace of a great soul relations are restored, components compounded and wholeness returned in integrated realisation. It is foolish to tempt Maya thus and cause such long-reparable damage that with close communication can always be avoided. The path is two-fold. The intelligent take one, the dull another. The choice is to be made under no compulsion from Maya but the consequences are so binding.
23. বাংলায় বর্তমানে অবিদ্যামায়ার যা বিস্তার, এমন আগে দেখিনি | 'বালিতে-চিনিতে একেবারে মিশে আছে |' মুখ্য অভিনেত্রী তো পুরো অবিদ্যা |
24.
শাস্তি পাবে কারা ?
ভেড়ার পালে যারা |
নাটের গুরু যিনি,
বহাল রবেন ছাড়া |
25. থুরি ! থুরি ! নাটের গুরু নয়, গুর্বী |
26. ক্ষমতায় কে রে ?
27.
রাজা,
কর্মফলই আসল সাজা |
রানী,
শুনতে পেলে বাণী ?
28. এখন আর কেয়স (chaos) নেই বাংলায় | এখন পুরো চ্যাওস |
29. এক হচ্ছে আদর্শের জন্য policy | আর এক হচ্ছে policyর জন্য আদর্শ | আরও একটি আছে--personal interestএর জন্য policy | ক্ষমতায় থাকা চাই |
30. বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, রাসবিহারী, নেতাজীর দেশে আজ এই সব অপদার্থের ভীড় ? আজ কি বিজিত বাংলা ?
31. If idols can be worshipped after 'prān pratishthhā', human beings can better be worshipped with prān palpably there already. 🕉
32. 7000 rogues vandalised R.G.Kar and the Police could do nothing to stop it? Intelligence failure? Rather fishy.
33. যে রকম অত্যাচার হয় বাংলাদেশে হিন্দুদের ওপর নিরন্তর, ভাবতে আশ্চর্য লাগে ভারত সে সম্বন্ধে কেমন উদাসীন |
34. Crooks in conference in cover-up bid.
35. দেশের কী দশা ! রাক্ষসরাজ চলছে |
#Wewantjustice
36. মুহুর্মুহু মিথ্যে কথা | এরা করবে দেশোদ্ধার ! ভ্রষ্টবুদ্ধি, বিনষ্টচরিত্র, ক্রূর, ক্ষমতালোভী---এরা নির্ধারণ করবে জনভাগ্য ? বঙ্গসন্তান, বিবেকানন্দমুখী হও ঠিক ঠিক---নেচেগেয়ে কামধেনু দুইয়ে নয় | সাধু, পুনঃপুনঃ এই মন্ত্রোচ্চারণ কর---'টাকা মাটি, মাটি টাকা |' নইলে বৃথা বক্তৃতা, বৃথা বৈরাগ্যাভাস, সন্ন্যাস সুদূরপরাহত | রাজনেতানেত্রী, যুগধর্মের বিরুদ্ধাচরণ কোরনা, ধর্মচক্রতলে পিষে যাবে | যে যুগধর্ম স্থাপন করতে শ্রীভগবান রামকৃষ্ণরূপ ধারণ করে মর্তে অবতীর্ণ হয়েছিলেন, সেই ধর্মধারার বিপরীত যেও না, বিলুপ্ত হবে |
37.
ন্যাকা সেজো না,
ন্যাকা সেজো না,
তুমি, ন্যাকা সেজো না |
সব জেনে বুঝে, জেনে শুনে,
'জানিনা'র ভান গুণে,
ন্যাকা সেজো না,
তুমি, ন্যাকা সেজো না |
রাগ : ইমনকল্যাণ
#Wewantjustice
38. The purer the mind, the more concentrated it is with a divine direction, for even impure evil geniuses have concentrated minds.
39. শয়তানের শয়তানি যখন তুঙ্গে ওঠে, তখন ভগবানের আবির্ভাব হয় শয়তানের ধ্বংসের নিমিত্ত | সেই সময় আগতপ্রায় |
40. Seeing the degeneracy in West Bengal one wonders if it will take 'till kingdom come' to democratically dislodge the current political dispensation from the seat of ill-used, misused and abused power.
#Wewantjustice
41. Commit the crime, then clamour for justice. Fair enough for foulplayers.
#Wewantjustice
42. Politicians are politicians, always compromised.
#Wewantjustice
43. If people elect the wrong persons, this is the price they pay. And it's a pity that they don't wake up to reject their repressors. #Wewantjustice
44. ভীরু কি কখনও ভক্ত হয় ?
45. যাঁরা এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার যথার্থ আদর্শবোধ থেকে, মানবতা থেকে, নিছক রাজনৈতিক স্বার্থপ্রণোদিত হয়ে নয়, তাঁরাই বীর, তাঁরাই ভক্ত | আর যাঁরা ভক্ত বলে পরিচয় দেন নিজেদের, অথচ তাঁরা অরাজনৈতিক, এই অছিলায় নিশ্চুপ থাকেন এই দুর্দিনে, তাঁরা বিবেকানন্দ হতে বহুধা বিচ্যূত, জ্ঞান-কর্ম-ভক্তি-মুক্তি হতে অজস্র যোজন দূর |
46. এখন কি তাহলে বলতে হবে মাননীয় O.S.D. ডঃ সন্দীপ ঘোষ ? (O.S.D. means Officer on Special Duty.)
47. যে রাজ্যের যেমন মানুষ, সে রাজ্যের তেমনই মুখ্যমন্ত্রী |
48. যেমন যুক্তি, তেমন joke.
49. ভদ্রলোক সম্প্রদায়টি প্রায় বিলুপ্ত প্রজাতি (extinct species) |
50. হিমবাহ (iceberg) জলের ওপরে যত, তলে তার ঢের বেশী | ষড়যন্ত্রের মূল কোথায় দেখতে হবে | তবে তো Titanic (বাংলা) বাঁচবে | নচেৎ সব শেষ |
51. মহামায়া দুটি শক্তি প্রয়োগ করেন---আবরণী শক্তি ও বিক্ষেপ শক্তি | প্রথমটি সত্যকে ঢেকে ফেলে ও দ্বিতীয়টি সত্যানুসন্ধান হতে মনকে বিক্ষিপ্ত করে | এ রাজ্যেও তাই | অবিদ্যার চূড়ান্ত রাজ !
52. অর্থলোভী, ক্ষমতালোভী মানুষগুলোকে 'দাদা', 'দিদি' বলেন কেন ? একবার বিচার করুন | আপনাদের নিজেদের 'দাদা', 'দিদি'রা কি এরকম ?
53. আপনারা নিজ নিজ জীবনে সচেষ্ট হোন সংস্কৃতিবান, সংস্কৃতিবতী হতে | নইলে দেশের দুর্দশা দূর হবে না | স্বামীজী বলতেন, "সংস্কৃতিই ধর্মরক্ষা করে |"
54. City of Horror--Kolkata!
55. It is 'between 7 a.m. and 11a.m.', not 'between 7 a.m. to 11 a.m.' Of late I witness a spate of the latter erroneous version.
56. যে সরকারকে সুপ্রীম কোর্টের কাছ থেকে আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশ পেতে হয়, সে সরকার অবশ্যই বিফল সাব্যস্ত হয়েছে সে বিষয়ে | পতনোন্মুখ !
57. মানুষ তাকে বলি যে নিজেকে ভুলে অপরের কল্যাণ কামনা করে, সেই অভিমুখে কর্ম সম্পাদন করে | এই স্বার্থান্বেষী রাজনৈতিক নেতানেত্রীগুলোতো তার বিপরীত---তাই অমানুষ |
58. Do not seek interpretation of Vivekananda from any so-called follower of his. Read his works direct and build your character.
59. Introduce Swamiji's 'Svadesh Mantra' in schools. It will work wonders in altering children's perspectives on life, develop in them 'sraddhā' and help build up their character. Children, young adults and the youth need a role model to model their lives on. Swamiji is that hero who they can emulate and become worthy citizens of this great land.
60. গাজামা, পাজামা |
61. A lovely, shameless political dispensation protesting against its own administrative failure. Never imagined I would witness open-air theatre thus nor be fortunate enough to behold a Kālidāsi millenia after Kālidās.
#Wewantjustice
62. সত্যিই যদি কাউকে জাতির পিতা হিসেবে চিহ্নিত করতে হয়, তো স্বামীজীর চেয়ে উপযুক্ত প্রার্থী আর কেউ নেই | তিনি বর্তমান ভারতের জনক |
63. মায়েরা, সন্তানকে স্বামীজীর বই পড়তে উদ্বুদ্ধ করুন | সর্বকল্যাণ সাধিত হবে |
64. Swamiji in his wandering days as an itinerant monk throughout India and later as raging fire during his lscture tour in 1897 through the vast subcontinent is to be presented before the nation if we want to fire up the Indian people with character and strength.
65. Political parties should highlight their symbols rather than their leaders. Personality cult is the antithesis of democracy.
66. Why do Bangladesh and Pakistan have such long borders with India? Because they were perfidiously carved out of undivided India.
67. As I right now teach, the loud Zuhr Azān over the loudspeaker keeps my spirit 'alive'. Seems Bengal's fate is Arabic & sealed.
68. Question : What is the coefficient of 'geon' in 'pigeon' ?
Answer : 22/7
69. সবচেয়ে ভীতু হচ্ছে ঠাকুরের ভক্তগুলো | শুধু ঠাকুর-মা-স্বামীজীর বাণী থেকে মিষ্টি মিষ্টি উদ্ধৃতি দিয়ে খালাস | ব্যস্, সৎকার্য সম্পন্ন | সমাজে কোথায় কোন অত্যাচার হচ্ছে, সমাজ রসাতলে যাচ্ছে, তা নিয়ে স্বামীজীর রাতে ঘুম হত না, রক্তচাপ বেড়ে যেত, কিন্তু এরা দিব্যি ঘুমোয়, আবার জেগে উঠে 'সেই পুরোনো fashionএর nonsense' (স্বামীজীর বলা কথা) চালিয়ে যায় | এই না হলে মহারাজদের কৃপাধন্য ভক্ত !
70.
স্বামীজীর বাণী ছড়াও |
দানবের হাত হতে বাংলা বাঁচাও |
71. এবার দেখছি মঙ্গলবারে অমঙ্গল |
72. রবিবার তো বাঁধা গরু | বাংলার মানুষও তেমনি | এত মার খায়, তবু তেনাকেই ভোট দেয় |
73. বুদ্ধুজীবী জাগো ! এত ঘুম ভাল নয় |
74. পত্তেক্কে বলে দিচ্ছি, "বেশী বাড়াবাড়ি করবে না | আমি যদি রেগে যাই না, তখন কিন্তু ... |"
75.
ব্যবসায়ীর বিজ্ঞাপনে বিত্তহীন বিপর্যস্ত |
বামে ছিল ধর্মঘট,
আজ ডাইনে অধর্মঘট |
মাঝে পড়ে মার খায় মধ্যবিত্ত পটাপট |
76. 'Threaten করছে' বলা সঠিক | 'Threat করছে' বলা ব্যাকরণগতভাবে ভুল |
77. 'V' for 'Vivekananda'. Do this first. Then will come 'V' for 'victory'.
78. Hindus are being hounded, hunted down by radical Muslims in Bangladesh and we are sitting still? Where is our greater Hindu solidarity?
79. Islam partitioned Bharat. Sanatan Dharm will integrate it. Because Islam has Arabic roots whereas Sanatan Dharm is the soul of Bharat.
80. Under the garb of this and that India is slowly but steadily being Islamised. So is Europe. Alarming!
81. The Prime Minister's hollow talks are as uninspiring as the posturing and pretence of the Chief Minister of West Bengal.
82. সিঙ্গুর-নন্দীগ্রাম মনে পড়ে | বাজি পালটেছে | এখন সন্দেশখালি-আর.জি.কর. | এ যে দেখছি কর্মের কলও বাতাসে নড়ে !
83. ব্যবসায়ীগুলোই দেশটার সর্বনাশ করল | ওদের লোভের জন্যই সস্তা সংস্কৃতির প্রাদুর্ভাব সমাজে, প্রভাব জনমানসে | ওদেরই জন্য এত অপসংস্কৃতি |
84.
পূর্ণজ্ঞানী স্বামীজীর বার্তা শুন মন |
তবে আত্মশক্তিরূপ পাবে অমৃতরতন ||
85. Krishna : spirit : : gravity : matter
86. To Christianise or to Islamise India will be to rob her of her very soul. Desist from such evil endeavour before you burn.
87. দ্রুত ইসলামিকরণ, দ্রুত পতন ! বাংলাদেশ তাহলে আরব্য উপন্যাসে স্থায়ী স্থান করে নিতে চলেছে ? চরৈবেতি !
88. We have to be more accurate in our conversational statements as well. Eg. "The next hearing is on the 5th" ought to be "The next hearing is on the 5th of September, 2024." This slipshodness is a national malady and reflects in our poor performance on the world stage in science, sports and, why, even in religious discourse. We as a nation need to be more particular about details and their due presentation in discourse to avoid needless consequential errors.
89. Do you know that during Swamiji's lifetime itself he was the object of godlike adoration and worship by many among the youth, especially those who were of the spiritual bent of mind or of the revolutionary type?
90. The Supreme Court has permitted peaceful protest marches and prohibited police repression of the same. So, how will things fare tomorrow when protestors will march to 'Nabānna' seeking the CM's immediate resignation?
91. 🕉 আগামীকাল গ্রহশান্তি মঙ্গলে | 🕉
92. Politicians are rogues. They make a common cause of fooling the people and ruling them.
93. There roars the lion. Here roars the lioness. In between the lambs bleat.
94.
ক্ষমাপ্রার্থী, কবিগুরু
☆☆☆☆☆☆☆☆☆
নব-অন্নে জাগো,
মাগো !
নব কবিকিরণে |
শুভ-ইন্দুযোগে,
কান্ত-সুসম্ভোগে,
মঙ্গলপ্রাতে,
নব-অন্নে জাগো,
মাগো !
নব কবিকিরণে |
এপাঙ্গ, ওপাঙ্গ,
ঝপাঙ্গযোগে,
বাংলা, সে ভোগে,
কী ভীষণ রোগে !
তবু নাহি নিস্তার,
রাজ্যেরও বিস্তার
স্বল্পেরও যোগে
দুর্দিনরাতে |
মঙ্গলপ্রাতে,
নব-অন্নে জাগো,
মাগো !
নব কবিকিরণে ||
রাগ : ভৈরবী
সুগত বসু (Sugata Bose)
95. Fort Nabānna!
96. সমাজটা ঢিলে হয়ে গেছে | আগের সেই আঁটোসাঁটো পারিবারিক ভাব আর নেই | এখন each one for himself---his, his, whose, whose | এ কি ভাল ?
97.
দুর্গেশনন্দিনী,
দুর্গে বন্দিনী |
98. Brutality must be combated in both men and women. Harshness cannot be condoned even in women merely on gender ground. Tamas is tamas after all and needs resistance. Else, civilisation sinks.
99. Swamiji detected the root cause of India's degradation. He said it was the lack of 'shraddhā'.
100. বাংলায় তমোগুণ !
No comments:
Post a Comment