ক্ষেত্রবিশেষে বিকশিত দন্ত
ক্ষেত্রবিশেষে বিকশিত দন্ত
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
যে মানুষ হাসতে জানেন না, হাসির ওপর যাঁকে কর দিতে হয়, সে মানুষ যত প্রতিপত্তিশালীই হোন না কেন, যত তৈলমর্দিতই হোন না কেন অগণিত ভক্ত-অনুগামীর দ্বারা, তিনি বড় একটা ভাল প্রকৃতির নন | এটি একটি পরিক্ষিত সত্য ও সেই অনুরূপ সিদ্ধান্ত | বাবা, বেশী ক্ষমতায় হাসতে যদি এত কষ্ট, তো ক্ষমতা কমলে দন্তবিকাশ কর কি করে ? বুঝেছি, তোষামোদ পেতে হাসি রোধ করে কপট গাম্ভীর্য দেখাতে হয় কিন্তু তোষামোদ করতে হলে হাসা অপরিহার্য | বাণিজ্যিক হাসি !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment