Wednesday 28 August 2024

MESSAGES GALORE ... 83


MESSAGES GALORE ... 83


1. 


এত বুদ্ধি, বাঙালী!


তবু, এত নীচে কেন রইলি?


2. 


যত সব হিড়িক, মাকুর দল !


তোরা কি করবি বল ?


যত সব হিড়িক, মাকুর দল !


3. আজ মুখ্যমন্ত্রীর মুখে 'কথামৃতের' নতুন কাহিনী, নতুন ব্যাখ্যা শুনে মুগ্ধ হলাম | শুরু হল 'মুগ্ধবোধম্ মমতামৃত' পাঠ |


4. বহুরূপী হয় শুনেছি কিন্তু এ যে দেখছি বহুকন্ঠী ! 


5. 'দৃষ্টান্তশূণ্য' অথবা 'দৃষ্টান্তবিহীন' প্রথমে হল 'নজিরবিহীন' আর আজ 'বেনজির' | চমৎকার আরবিকরণ হয়ে চলেছে বাংলা ভাষার !


6. Balance is the key. To regain this lost equilibrium, Swamiji says, is the goal of both individual and cosmic evolution.


7. The atheistic mindset that has progressively polluted the Bengali mind for long is the cause of Bengal's utter loss of character.


8. Growing Islamisation is a major cause of worry for the security of India.


9. Detachment is freedom and peace. Expect nothing from anyone and you will be happy.


10. The outgoing mind is fractured which is the cause of unrest. Indrawnness integrates the mind and gives it restfulness and peace.

 

11. The compromise of ideals is the seed of downfall.


12. Democracy has taken to flight in West Bengal for all practical purposes. What obtains in practice is a soft tyranny.


13. Lies, deceit, corruption, violence, misrule and anarchy--these are the defining features of present-day West Bengal. Alas!


14. Comedy is not governance nor are lies and low cunning legislation and administration. Dark days and darker nights for Bengal!


15. 


কী ভ্রীষণ ব্যাপার !


তবুও গায়ে power-wrapper?


16. সনাতনী সর্বধর্মসমন্বয় আমিও মানি কিন্তু ইসলাম ও কৃস্চিয়্যানিটির সাথে সনাতন ধর্মমতগুলির সমন্বয় মানিনা কারণ তা অসম্ভব, সে ঠাকুর-স্বামীজী বললেও তাই | সত্য যা তাই থাকবে, সে অবতারই বলুন আর মহাপুরুষই বলুন | ইসলাম ও কৃস্চিয়্যানিটির মূল শাস্ত্র গ্রন্থগুলি পাঠ করলেই আমার বক্তব্যের যাথার্থ বোঝা যাবে | 🕉


17. The brutality on the Hindus that is going on in Bangladesh beggars description. Hindus in their non-violence and peacefulness are helpless against Islamic thugs.


18. To scripturally institutionalise violence against unbelievers is a heinous offence against humanity by all standards of judgement.


19. একদিন বোকারা বলেছিল, "স্বাগত !" আজ সবাই বলছে, "ভাগো তো !"


20. Meanwhile, Islam spreads deeper in every pocket of India while oblivious Hindus sing and dance, ushering in their own doom.


21. চললেন তাহলে ?


22. কী বিপদ ! বলে, "পদত্যাগ কর |" আরে, তাও কি হয় ?


23. আরে, পদবী ত্যাগ করা যায় | বিবাহে মেয়েরা করেই থাকে | কিন্তু পদ ত্যাগ কি করা যায় না করা উচিত ? পাপ হবে না কর্তব্য ছেড়ে পালানো ?


24. নাটকে ভুলবেন না | ও সব অভিনয় | দেশপ্রেমে উদ্বুদ্ধ হোন | যা কর্তব্য করুন | দেশকে শত্রুর হাত হতে রক্ষা করুন |


25. বন্দ্যোপাধ্যায় যখন মমতার অভাবে বন্দনা পান না, তখন বুঝতে হবে নির্বন্দ্যোপাধ্যায়ে পরিণত হয়েছেন | এরই নাম ব্রাহ্মণত্বলোপ |


26. আমি খামু কিন্তু যামু না | খাইতে বড় ভাল লাগে, যাইতে বড় কষ্ট |(Reference: The CM's refusal to abdicate her post post the Abhayā/Tilottamā R.G.Kar Rape/Murder case despite countless public protests and processions demanding her resignation.)


27. 


লাটক হইব না,


রাধিকার জ্বর হইসে |


হরিসরণ, গুরুসরণ, 


তারাও জানি কই গেসে ||


(Learnt from my mother.)


28. ABP Ananda's superb volteface from time to time is worth witnessing. An utter absence of character!


29. Arnab Goswami has reduced television journalism to a farce. It is nocturnal anarchy on screen.


30. What is Republic Bangla's 'Fatāk News'? Is this culture?


31. Bengali television channels are the most boisterous in the national news network following the lead by grand-dad Arnab Goswami.


32. Anyone who is responsible for significantly lowering this highly refined state's culture through indiscriminate talk, lies and the patronising of hooliganism is culpable to a civilisational offence for it goes against the grain of the yugadharma set in motion by the Avatar of the Age. And karma will recoil on such an individual for it is the inviolable law of the spiritual universe that governs all including such megalomaniac terrestrial governors who consider themselves as a law unto themselves despite assuming power through the people's mandate. Such amnesia of what goes by the name of popular sovereignty will prove dear in due course. The collective will is omnipotent and it will have its way.


33. কি হবে বাচ্চাদের সংস্কৃতি শিক্ষা দিয়ে ? অপসংস্কৃতি তো বাংলার সর্বোচ্চ ছড়াকার/শিল্পী/নিয়ন্ত্রী নিত্য শিক্ষা দিচ্ছেন | বাংলা শেষ !


34. যে দেশে এত অর্থস্পৃহা, সে দেশে আধ্যাত্মিকতা কোথায় ? প্রতি সন্ধ্যায় সংবাদপণ্য কদর্যরূপে বিক্রয় হচ্ছে | এ কোন ভারত ?


35. Swamiji wanted character in his countrymen. Today, there is an utter lack of it among the politicians from top to bottom. Terrible!


36. বিবেকানন্দ-বঙ্কিম-বিদ্যাসাগর-রামমোহন-রবীন্দ্রনাথ-রাসবিহারী-নেতাজীর বাংলা আজ কার হাতে ? বিশ্বসমক্ষে লজ্জায় আজ মাথা কাটা যায় !


37. I have not in my life witnessed such a spontaneous overflow of public outcry against the ruling dispensation. This is historic.


38. ঘূণ ধরে গেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে | সর্বত্র দুরাচার | এখন আবশ্যক এক বৈপ্লবিক অধ্যাত্ম পরিপ্লাবনের | তবেই ঊর্ধ্বগামী দিশা নির্ধারিত হবে, চরিত্র গঠিত হবে বহু মানুষের যারা সনাতন আদর্শে নতুন সমাজ গড়বে | 


39. Hinduism is the soul of India, her very heart-beat. It is Hinduism that gives India her all-accepting universal character. 🕉


40. বন্দ্যোপাধ্যায়কে বন্দনার যোগ্যা হতে হবে | তবে তো | নইলে বৃথা নামকরণ, বৃথা পদবী, অর্থহীন অক্ষরবন্ধমাত্র !


41. স্বামীজী গুটিকতক সিংহশাবক চেয়েছিলেন---চরিত্রবান, সাহসী, বলবীর্যসম্পন্ন, ইংরেজীশিক্ষিত যুবক যারা তাঁর আদর্শ ও বাণীসমূহকে কর্মে রূপায়িত করে দেশে, জগতে আধ্যাত্মিক বিপ্লব আনতে পারবেন | স্বামীজী সিংহশাবক চেয়েছিলেন, তাঁর নামে নিষ্ফলা জয়ধ্বনি দেওয়ায় পারঙ্গম মেষশাবক নয় |


42. The Vedic Rishis and the Buddha have been harmonised in that wonderful personality of Ramakrishna who is now the saviour of India and the world.


43. পাশ্চাত্য পুরো পেঁচিয়ে গেছে political correctnessএ | এখন ওদের সবেতেই constipated conversation, tortuous, winding speech.


44. সোজাসুজি কথা বলতে গেলে সাহস লাগে |


45. I think aloud, floating my ideas all day long. You may neglect them if you like, read them if you please but I'll write on nonetheless.


46. রাজনীতি বড় নীতি যদি দুর্নীতি থাকে |


47. 'রাজনৈতিক' নেতানেত্রী কথাটা তুলে দিয়ে এবার চালু করুন 'দুর্নৈতিক' নেতানেত্রী |


48. 


বিধান রায়ের বাংলায়


এ কোন রাণী, হায় ?


49. তথাকথিত 'ধর্মাচরণ' প্রায়শই মানুষকে 'ভগবানে' 'নির্ভরশীল' পরমুখাপেক্ষি ভীতু করে | 'ভক্ত' যদি ভীতু হয়, তো ভক্ত কেমন ?


50. Self-dependence is devotion, not dependence on an imaginary entity which you term God. The real God you in essence are. Realise it.


51. মনের দিক দিয়ে যিনি ক্ষুদ্র, তিনিই তো শূদ্র, সে তাঁর জন্মসূত্রে প্রাপ্ত বর্ণ যাই হোক |


52. শীঘ্রই হয়ত শুরু হবে 'সুরক্ষাশ্রী' |


53. নির্বান্ধব স্বামীজী মারা গেছেন |


54. "I want root and branch reform." - Swamiji


Significant words in current context. Ponder the meaning.


55. বাঙালী ডিরোজিওর কালে যা ছিল, আজও তাই | সেই লঘুচিত্ত বুলি কপচানো কাপুরুষোচিত তামসিকতা আজও বিদ্যমান |


56. Bengalis now, a battered, shattered race. Arise Bengal! Gather your wits. Spring afresh to your renascent state.


57. চাই চরিত্রগঠন | উপায় বিবেকানন্দপাঠ |


58. 


রাবণ করিল হরণ |


এখন বিচারের লাগি


করিছে পণ মরণ ||


59. ও কত্তামা, মাঝদরিয়ায় নাও ডুবতেসে জে !


60. বিবেকানন্দবোধে সব উদ্বুদ্ধ হোন | দুর্দিনের কালরাত্রীতে মহামানবের শঙ্খধ্বনি বাজছে তাঁর বাণীতে | শ্রবণ করতে পাঠ করুন তাঁর 'বাণী ও রচনা' |


61. কী নৈরাজ্য বাংলায় !


62. রাবণ, সূর্পনখার প্রতিবাদ মিছিল ভারী অভিনব | এমন তো জীবনে দেখিনি যে লঙ্কায় রাবণ স্বয়ং আগুন লাগাতে উদ্যত | অদ্ভূত ব্যাপার !


63. ভয়ঙ্কর অবস্থা বাংলায় ! দীর্ঘদিনের দুর্নীতির ফলে পঙ্গু এই একদা ভারতের সর্বাগ্রগণ্য রাজ্য |


64. টালা ট্যাঙ্ক পরিষ্কার করো | সামান্য একটা দুটো কল পরিষ্কার করে কি হবে ? গোড়ায় গলদ, ভায়া ! শুদ্ধিকরণ সেখানে প্রয়োজন |


65. The only way to reduce corruption to a minimum is through purification of the race, not by increasing GDP by any means.


66. সমাজে সংস্কৃতি বড় নেমে যাচ্ছে দিনে দিনে | এভাবে তো কোন উন্নত বিপ্লব হয় না | এ তো নিম্নমার্গের মানসিকতার প্রাদুর্ভাব |


67. This ruling dispensation is the worst in the history of West Bengal. Perhaps worse days are yet to follow unless Hindu reawakening, as Vivekananda envisaged, does not duly take place forthwith.


68. সুবিধাবাদীরা কি সুন্দর প্রতিবাদ না করে একেবারে চুপ করে আছেন ! এঁরাই প্রকৃত দেশপ্রেমী, যথার্থ মানবদরদী ভারতীয় ! জয় হিন্দ !


69. তিল তিল উত্তম দিয়ে যে গঠিত, সেই তিলোত্তমা | তার মর্মান্তিক মৃত্যুতে যদি সমাজে স্থায়ী জাগরণ না ঘটে, তো বৃথা সভ্যতার আস্ফালন !


70. 'হিন্দু', 'হিন্দু' করে চীৎকার করলে কাজ হবে না | শান্তভাবে শক্তি অর্জন করতে হবে | তারপর ব্যাপক প্রচার | বিবেকানন্দ পড়ো, পড়াও |


71. গুঁতোগুণী ! সত্ত্বগুণী, রজোগুণী, তমোগুণী শুনেছি | গুঁতোগুণী এই শুনলাম | ষাঁড়ের মত গুঁতোগুণী ! আহা, মুখ্যমুনি কী গুণী !


https://www.facebook.com/share/p/R3cZ5sB2RwvAZvd4/?mibextid=oFDknk


72. মুখ্যমুনির কাছে পৌরুষ শিখতে হয় |একেবারে পৌরুষের পরাকাষ্ঠা !


73. The lawmakers of the current political dispensation in West Bengal are the biggest lawbreakers.


74. কোনো 'দাদা-দিদিকে' মাথায় তুলবেন না | তাহলে এই দশাই হবে |


75. ভয় পাবেন না | এখন সাহসিকতার সময় | প্রতিবাদে মুখর হোন | আর বিবেকানন্দবোধে শক্তিমান হোন |


76. Dr. Sandip Ghosh arrested. Domino effect begins. Will it lead to the last cycle's fall?


77. Corrupt to the root, Grass Roots seeking anti-corruption justice. Bravo, 8th wonder of the world!


78. চারিদিকে আন্দোলন গড়,

#justiceforRGKar |

মাত্র একটি চাইছি বর,

#justiceforRGKar |


জ্বলছে বাংলা, পুড়ছে ঘর, 

#justiceforRGKar |


ছল, বল যতই কর

#justiceforRGKar |


79. খাল, নদী, হদ্দ বিল,

উত্তম ওই স্তব্ধ তিল |

মায়াশৃঙ্খলে জড়িয়ে ধর,

তবু #justiceforRGKar ||


80. ঢংএর আসর বসেছে | অভিনেত্রীর অভিনব অভিনয় !

#Wewantjustice

#justiceforRGKar


81. Christianity and Islam, both being proselytising religions, have through conversion done untold damage to humanity, obliterated local cultures, through violence retarded civilisations and even now continue to carry on with their corrosive activities everywhere. They are anticivilisational in this sense as, being essentially political movements, they are bent upon destroying all else to establish their global hegemony. We, Hindus, cannot allow our brethren to be perverted from our Mother Faith to these two aggressive Abrahamic religions and must resist them vigorously on every front.


82. Conversion of Hindus to Islam and Christianity is a dark deed. We must resist this civilisational onslaught that we are faced with.


83. রুদ্ধ আজি সভ্য স্বর, 

চাই #justiceforRGKar |


84. নৃশংসতা একের পর,

চাই #justiceforRGKar |


85. নগ্ন দানব দিগম্বর,

চাই #justiceforRGKar |


86. 'টাকা মাটি, মাটি টাকা'-এই মহামন্ত্র ভুললেই মানুষ থেকে অমানুষে পরিণতি | মন্ত্র অব্যর্থ, ফলও অমোঘ | কারোর নিস্তার নেই |


87. Muslims and Christians should all read 'The Complete Works of Swami Vivekananda' and enlarge their spiritual vision.


88. Resist evil. That is the call of the hour.


89. মায়েরা, বাচ্চাদের স্বামীজীর জীবনীর সাথে পরিচিত করান | তড়িৎতরঙ্গের মত শক্তিপ্রবাহ ওদের আদর্শপথে পরিচালিত করবে |


90. Doctors have exposed the disease of the ruling dispensation. Their unerring diagnosis now necessitates due treatment for its cure.


91. Dark days are ahead for West Bengal if Bengalis do not en masse study Swami Vivekananda with love and reverence.


92. Witnessing the pitiful capitulation of Hindus to Islam and Christianity, the Avatar will descend soon to save the Sanatanis.


93. A rootless people will not survive the onslaught of Islam. Bengali Hindus must seek anchor in Vivekananda. The slogan now: 'Back to Vivekananda!'


94. 


এই 'স্বদেশ মন্ত্রই' হিন্দুমুক্তির তথা ভারতমুক্তির মন্ত্র, মহাশক্তিপ্রদায়িনী অমোঘ বজ্রবাণী | নিত্য পাঠ করুন, কন্ঠস্থ করুন, হৃদয়স্থ করুন, আত্মস্থ করুন | ভারতের মর্মবাণীর আধার এই মন্ত্র, তাঁর আশা আকাঙ্ক্ষার বীজরূপ বলদায়িনী সংক্ষিপ্তসার |


95. 'অতিথি দেব ভব'---এই ভাবটি ভুললে চলবে না | এর মহা আধ্যাত্মিক নিহিতার্থ |


96. High quality, low price, minimum profit should do well for a spiritual state. If the reverse obtains, that is a material state.


97. If the Ramakrishna Mission is serious about ushering in world peace, it should go all out to propagate Swamiji's words. 🕉


98. Let the RKM make all books on Swamiji freely available online for the wide dissemination of the sage's life and message.


99. We have set afloat a Vivekananda study circle whose first footsteps have thus far been unfalteringly steady, hence inspiring.


100. We have started a VIVEKANANDA MOVEMENT in which we request interested persons to be informal members entirely free of charge. Our purpose is to build the character of our sunken society through the propagation of Swami Vivekananda's life and message. To this end we shall be providing online links to specific passages from THE COMPLETE WORKS OF SWAMI VIVEKANANDA which we will request members to read and then confirm that they have done so whereupon fresh links will be provided. You can confirm your participation in the comment box. Once you do so, links will be provided by way of response to the confirmation comment in the said box.

No comments:

Post a Comment