Saturday, 31 August 2024

বিবেকানন্দ বাণীবন্দনা

বিবেকানন্দ বাণীবন্দনা 

☆☆☆☆☆☆☆☆☆☆☆


কত লোকে 'জয়তু স্বামীজী' ধ্বনি তোলেন | এর মধ্যে কিছুজন যদি 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা' নিত্য পাঠ করতেন, তাহলে জাতির চরিত্র পালটে যেত | এক সুভাষেই বাজিমাত | তিনি তো তন্ন তন্ন করে পড়েছিলেন ইংরেজীতে 'The Complete Works of Swami Vivekananda' | আর আমরা তা বিসর্জন দিয়ে শুধু জয়ধ্বনি দেব ? বাঘা যতীন, রাসবিহারী বসু, মাস্টারদা সূর্য সেন, কানাইলাল দত্ত, হেমচন্দ্র ঘোষ ও আরও কত শত বীর বিপ্লবী যে বজ্রবাণী শুনে, পড়ে দেশকে স্বাধীন করলেন, সেই বাণীর আজ এত অনাদর ? শুধু কাপুরুষতা, চীৎকার, চেঁচামেচি, অসভ্যতাসহায়ে কি দেশের কল্যাণ সম্ভব ? আসুন, বিবেকানন্দবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য তাঁর 'বাণী ও রচনা' পড়ি প্রত্যহ নিয়মিত | আমাদের দেখে আরও দশজন জাগবে, এ কাজে প্রবৃত্ত হবে | তবেই তো দেশসেবা ঠিক ঠিক হবে, দেশ জাগবে, শক্তিমান, চৈতন্যবান হবে, কল্যাণের পথে অগ্রসর হবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment