Tuesday, 12 April 2022

POESY BENGALI


POESY BENGALI


আমি সবটা জানতে দিই নে বাবা

-------------------------------------------


আমি সবটা জানতে দিই নে বাবা,

অল্প অল্প ঢেকে রাখি |

সব জানালে কর্ম ফুরায়,

তাই মায়া দিয়ে সত্য ঢাকি |


বিশ্বলীলা সংঘটনে

বহুজনের অংশ যে চাই |

তাই বিষয়রসে মুগ্ধ রাখি,

পিঞ্জরেতে আত্মাপাখি |


জন্ম জন্ম প্রহেলিকা,

কুহকজালে বদ্ধ রাখি |

মুগ্ধ নয়ন ক্ষুব্ধ হলে 

ফিরতে গৃহে তখন ডাকি |


শ্রান্ত ছেলে দিনশেষে

অস্তগামী সূর্যদেশে

শেষ সীমানায় রশ্মিরেখায়

আলোকরথে যায় একাকী |


মায়ের দুয়ার খুলল শেষে,

ফিরল বাছা মায়ের দেশে,

আত্মসুখে বিহার করে,

শূণ্য গমন, পূর্ণ বাকি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment