Sunday, 24 April 2022

আবার আসিব ফিরে আমি


আবার আসিব ফিরে আমি


এত অসভ্য মানুষে ভরে গেছে সমাজ যে ভবিষ্যৎ ভারতের জন্য চিন্তা হয় | তবে এরই মধ্য হতে ভারতমাতা জাগবেন, ভাস্বর হবেন পূর্ণমহিমায় | বঙ্গসমাজের ভয়ঙ্কর অবক্ষয় দেখে চিন্তিত বোধ করি | এরকম শুদ্রজাগরণ তো স্বামীজী চাননি | তিনি সংস্কৃতিসম্পন্ন ভবিষ্যৎ ভারত চেয়েছিলেন | সত্যসংকল্প ঋষি -- তাঁর ভারত অভিলাশ পূর্ণ হবে বলেই বিশ্বাস করি | সেই যুগধর্মচক্র প্রবর্তনের কাজেই জীবন দিলাম, তাই আমৃত্যু দেব | তারপর,


আবার আসিব ফিরে আমি ;

এই ধরাধামে, এই পৃথ্বীতলে,

আবার আসিব ফিরে আমি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment