Saturday, 16 April 2022

আর কতকাল মন্থর ১৬ মাত্রায় রব?


আর কতকাল মন্থর ১৬ মাত্রায় রব?

-------------------------------------


ঠাকুর ঢিমে তেতালা পছন্দ করতেন না | ঠাকুরের কাজ কিন্তু ঢিমে তেতালাতেই এগোচ্ছে | এর কারণ আমরা যারা নিজেদের ভক্ত বলে মনে করে থাকি, সেই আমরা যথেষ্ট তৎপর নই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দেশগঠনমূলক কাজে সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে এবং সংঘের মধ্যেও কল্যাণানন্দজী, নিশ্চয়ানন্দজী, শুভানন্দজী, নিত্যস্বরূপানন্দজী, কেতকী মহারাজ, দয়ানন্দজী, লোকেশ্বরানন্দজী, গহনানন্দজী, আত্মস্থানন্দজী ও রঙ্গনাথানন্দজীর মত উচ্চভাবাপন্ন, কর্মতৎপর সাধু বিরল | 


আসুন, ঠাকুর-স্বামীজীর স্বপ্ন সফল করি | কি হবে শুধু নিজের পরিবারের চিন্তায় জীবন অতিবাহিত করে? তার থেকে বরং গোটা দেশটাকে নিজের পরিবার ভাবতে শুরু করি ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সেবাকাজে যথাসাধ্য সর্বপ্রকার সাহায্য করি | ঠাকুর সকলের মঙ্গল করুন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment