Monday 18 April 2022

দরিদ্র ঠাকুরকে ভুলে গেলে ?


দরিদ্র ঠাকুরকে ভুলে গেলে ?

------------------------------


ঠাকুর মন দেখেন, ধন দেখেন না | সত্যনিষ্ঠ, দরিদ্র ব্রাহ্মণের কুটিরে জন্মগ্রহণ করলেন দরিদ্রনারায়ণের সেবা নেবেন বলে, বিত্তবানের বৈভবকে প্রত্যাখ্যান করে | 'টাকা মাটি, মাটি টাকা' -- এই মহামন্ত্র দিলেন মানুষকে জড়সম্পদের কলুষ হতে মুক্ত করার জন্য | তবু আমরা বিপথগামী, ধনসম্পদের প্রতি লালায়িত, অর্থে নির্থক আকৃষ্ট, গরলসম বাসনাসলিলে নিত্যনিমজ্জিত |


আমরা 'ত্যাগীর বাদশা' শ্রীরামকৃষ্ণের ভক্ত-অনুগামী বলে নিজেদের পরিচয় দিতে ভালবাসি, গর্ববোধ করি, কিন্তু কোনভাবে যোগ্য কি তার ? দুহাতে বিষয়বস্তু আঁকড়ে ধরে আছি আর অবলীলায় দেশের অগণিত দরিদ্রনারায়ণকে অভাব, অশিক্ষা, অনাহারে তলিয়ে যেতে দেখছি -- এই নাহলে রামকৃষ্ণানুরাগ ?


আজ 'টাকা খাঁটি, খাঁটি টাকা' -- এইটি আমরা বেশ বুঝে নিয়েছি, আমরা যারা এযুগের রামকৃষ্ণসন্তান বলে দিব্যি দাবী করি |


চুলোয় যাক রামকৃষ্ণ, চুলোয় যাক তাঁর আদর্শ, বেঁচে থাক বাস্তবে যা কিছু তিনি ত্যাগ করেছিলেন আর ফাঁকা জয়ধ্বনির রোল উঠুক আজ বাসনাগঙ্গার পারে, 'জয়, বিস্মরণের জয়! জয়, হতাদর্শের জয়! জয়, বিষয়বাসনার জয়!'


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment