Wednesday 13 April 2022

নরনারায়ণ পূজাই যুগধর্ম 


নরনারায়ণ পূজাই যুগধর্ম 

-----------‐---------------


সত উপায়ে আয়, মিতব্যয়ীতা, সঞ্চয় ও দান ছাড়া আর উপায় নেই | অগণিত দরিদ্রনারায়ণ প্রতিদিন অতলান্ধকারে তলিয়ে যাচ্ছে | এরা কারা ? নরদেহধারী ঠাকুর-মা | এখন কর্তব্য কি ? ব্যক্তিগত আনন্দফূর্তি না ত্যাগ ও সেবা, তাও বিদ্যুদ্গতিতে বিশালাকারে ? ঢিমে তেতালার সময় নেই আর | নিজের জন্য যেমন কর্মতৎপরতা অবলম্বন করি, পরের জন্য যদি ততধিক করি, তবেই তো মানুষ বলে পরিগণিত হব | নচেৎ, দেহগতভাবে মানুষ তো আছিই কিন্তু ভাবগতভাবে মানুষ হতে পারলাম কই ? আসুন, জীবনদর্শন পালটাই, জীবনধারা পরিবর্তন করি ও মৌখিক নয়, আত্মপ্রবোধকারী ভক্তিভান নয়, যথার্থ ভক্তিরসে সিঞ্চিত হয়ে নররূপী ঠাকুর-মার পূজায় জীবন অতিবাহিত করি | কর্মের নিষ্ঠুর চক্রে এরা নিত্যপিষ্ট | এদের উদ্ধারেই জগৎ উদ্ধার, এদের কল্যাণেই দেশের কল্যাণ, নিজের মুক্তি | তাই স্বামীজী স্বদেশমন্ত্রে দেশবাসীকে ত্যাগে উদ্বুদ্ধ করেছেন | তাই মা সারাটা জীবন মহাদৈন্যেও মুহুর্মুহু সেবা করে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন | তাই ঠাকুর কাঞ্চনত্যাগের অদ্ভূত আদর্শ স্থাপন করে গেলেন যা ইতিহাসে অনন্য | আমরা তো তাঁদেরই সন্তান | তাঁদের উত্তরসূরী কি হব না ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment