Friday, 22 April 2022

বিসর্জন


বিসর্জন


দেবীর বিসর্জন নয়, দেবীবিগ্রহের বিসর্জন | দেবীর বিসর্জন হয় না | যিনি সাক্ষাৎ পরব্রহ্মের প্রতিচ্ছায়া, তাঁর আবার বিসর্জন কি ? না, না, তাঁর বিসর্জন নয় | তাঁর বিসর্জন কে দেবে, কোথায় দেবে, কোন্ শক্তিতে দেবে ? তিনি সর্বশক্তিমতি, সৃষ্টি, স্থিতি, প্রলয়ের আদি, অন্ত, মধ্য --- স্থূল, সূক্ষ্ম, কারণের জননী, সর্বত্রপ্রসারিতা | তাঁর প্রারম্ভ কোথায়, কোথায় পরিসমাপ্তি ? তিনি অন্তসলিলা | তাঁতে বিসর্জন আমাদের স্বার্থসত্তার দেবীবিগ্রহরূপে যা আপাতপ্রতীত | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment