Thursday 21 April 2022

সুরের অপসংস্কৃতি


সুরের অপসংস্কৃতি

-------------------


গলায় সুরের বস্তু নেই অথচ রেকর্ড করে চলেছেন ঐ বেসুরো ভজন ডজনে ডজনে আর সভা পণ্ড করে চলেছেন সেই সাথে ! কান না থাকলে কি গান হয় ?


ঠাকুরের নরেনের গানে একদিন আলুনি লেগেছিল | ঐ দেবনিন্দিত কন্ঠও সেদিন তাঁর মন জয় করতে পারেনি | তিনি ঘর ছেড়ে উঠে বেড়িয়ে গেছিলেন | পরে নরেনকে বললেন যে তার গান মোটে ভাল লাগে নি | শুনে আরক্তিম নরেন নিশ্চুপ রইলেন | 


আজ কোন অপরাধ করেছেন ঠাকুর যে এই বেসুরো সংগীতের ভান তাঁকে লক্ষ কর্ণে সহ্য করতে হচ্ছে বিগত কয়েক দশক ধরে ? হা স্বামীজী ! এই দুর্দিন আজ সংগীতের ঠাকুরের নামে ? কেউ কি নেই যে বলতে পারেন, "বন্ধ করুন সুরের এই অপমান |" ?


মহারাজের নামটি নাই নিলাম সৌজন্যের খাতিরে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment