Monday, 18 April 2022

কাজ চাই, কথায় ভবি ভুলবেন না 


কাজ চাই, কথায় ভবি ভুলবেন না 

-----------------------------------


শুধু কথা বললে চলবে না, ভক্তির সাময়িক উচ্ছাসে হবে না, ঠাকুরের নামে জয়ধ্বনি দিলেও হবে না | কাজ চাই, দ্রুত দেশের উন্নয়ন চাই ঋষিপ্রণীত পথে | তাই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সেবাকার্যে সহায়তা করুন | যথাসাধ্য করুন কিন্তু যথাসাধ্য করা চাই, কথাটিকে স্বল্পসেবার ঢাল হিসেবে ব্যবহার করলে চলবে না | আসুন, সংঘবদ্ধ হ'ন, ঠাকুরের কাজে আত্মোৎসর্গ করুন | স্বামীজী সহস্র বলি চেয়েছেন দেশমাতৃকার শৃঙ্খলমোচনের জন্য | বলি দিন নিজেকে |


দেশ রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে, অগণিত দেশবাসী অর্থনৈতিক স্বাধীনতা পায়নি | সমগ্র ভারত আধ্যাত্মিক স্বাধীনতা অনুভব করেনি | সেই কাজ চলছে ঢিমে তেতালায় | তাকে ত্বরান্বিত করার দায়িত্ব আমাদের |


দেশের ভেতরে শত্রু, বাইরে শত্রু | এর মধ্য দিয়ে দেশ মন্থরগতিতে এগোচ্ছে | সেই গতি দ্রুততর করতে কৃতসংকল্প হ'ন, কাজে নামুন | নইলে দেশের দুর্দশা বেড়েই চলবে | আর আমাদের পুণ্যভূমি ভারতবর্ষের শাশ্বত আধ্যাত্মিক বাণী উপযুক্ত কন্ঠে না শুনলে বিশ্ববাসী জাগবে না, মানবসভ্যতা রক্ষা পাবে না |


তাই ভক্তেরা এ কাজে অগ্রণী ভূমিকা নিন | মঠমিশনের সেবাকাজে সাহায্য করুন অনেক বেশী করে | কি হবে টাকাকড়ির ন্যায় ছাইভস্মের প্রতি মোহ বাড়িয়ে ? যত পারেন দান করুন ঠাকুরের কাজ যাতে দ্রুত এগোয় | নিজেদের কল্যাণ হবে, দেশ শক্তিমান হবে | ভুললে চলবে না, দরিদ্রের সেবাই শ্রেষ্ঠ সেবা, ঠাকুরের শ্রেষ্ঠ পূজা | এমনই ভাব ছিল স্বামীজীর | তাঁকে জীবোদ্দশায় ফিরিয়ে দিয়েছিলেন | মরণোত্তরেও কি ফিরিয়ে দেবেন তাঁকে ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment