তথ্য তো তাই বলে
তথ্য তো তাই বলে
-------------------
কেন মানুষ বলেন যে নেতাজীকে ১৮ অগস্ট, ১৯৪৫ এর পর আর দেখা যায় নি ? ঘটনা তো তা নয় | ১৭ অগস্ট, ১৯৪৫ এর পর তাঁকে আর দেখা যায় নি যদি প্রমাণসাপেক্ষ কথা বলতে হয় | সাইগন বিমানবন্দরে হাওয়াই জাহাজ থেকে অবতরণকালে তাঁর শেষ আলোকচিত্র তোলা হয় এবং সেটিই শেষ প্রমাণ তাঁর পার্থিব অস্তিত্বের | তারপর সবই ধোঁয়াসা |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : সাইগন বিমানবন্দরে হাওয়াই জাহাজ থেকে অবতরণরত নেতাজী, সম্ভবতঃ কোনও উচ্চপগস্থ জাপানী সামরিক বাহিনীর অধিকর্তাকে (জেনেরাল ইসোদা?) প্রতিসলুউটরত |
No comments:
Post a Comment