POESY BENGALI DULLTELLIGENT
POESY BENGALI
DULLTELLIGENT
ডালটনগঞ্জে থাকত একটা মস্ত মহাজ্ঞানী,
তার কপালে জুটল শেষে অ্যাংলো খুকি অ্যানি |
বঙ্গনারী ছেড়ে খোকন গোরা মেমের প্রেমে,
পড়ল ধরা, তাইতো ছড়া বাঁধছি থেমে থেমে |
বাকপটু এই বঙ্গযুবা কথায় মারে বাণ,
ধর আছে তার বুদ্ধি নাইকো, তবুও তার মান |
মানতে হবে তাকে সবার বুদ্ধিজীবি বলে,
শ্রদ্ধাবিহীন হলেও কালচার আছে তার কবলে |
শাস্ত্রের মাথা চিবিয়ে করে ধর্মের অন্ত্যেষ্টি,
ভিনদেশী ভাব নিয়ে শ্রাদ্ধ করে স্বগুষ্টি |
দেশোদ্ধারের নামে করে দেশোদ্রোহের খেলা,
বুদ্ধিভ্রষ্ট, ভ্রমিতমন, সব মারকস মুনির চেলা |
গোমাংস খায়, শুকরাদি, সবই চলে পেটে,
চলে না তার বুলি ছেড়ে রোজগার করা খেটে |
অলস বড় হাড়ে হাড়ে, জিহ্বা কিন্তু সচল,
বাকি দেশের তুলনাতে এক্কেবারে অচল |
তাই তো যুবা খড়্গহাতে মস্ত বুলি ঝাড়ে,
অ্যানির প্রেমে হাবুডুবু, তাই স্বদেশপ্রীতি ছাড়ে |
আত্মশ্রাদ্ধ সেরে খোকন বিশ্ববাণী হাঁকে,
মারকস, লেনিন, মাও, স্টালিনকে জ্ঞাতি বলে ডাকে |
অ্যাংলো খুকির ইনজেক্সনে এমন দশাই হয়,
অ্যাংলো মায়ের বাংলা ছেলের ইংগো নেশা রয় |
বুদ্ধিমানের ভানটি থাকে, তাকে বুদ্ধুজীবি কয়,
ছিন্নমূল, ভ্রষ্টকুল, dulltelligent boy.
রচয়িতা: সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment