Tuesday 23 January 2024

নেতাজীর জন্মদিনে কিছু রোমন্থন ... ১


নেতাজীর জন্মদিনে কিছু রোমন্থন ... ১

----------------------------------------


আজ নেতাজীর জন্মদিন | ১২৭ তম জন্মবার্ষিকী | এই পুণ্যদিনে তাঁর প্রতি শুধু মৌখিক শ্রদ্ধাজ্ঞাপনের দ্বারা রাজনৈতিক নেতানেত্রী নিজস্বার্থ সাধন করতে পারেন বটে কিন্তু আমরা সাধারণ মানুষও কি তাই করব?


নেতাজী শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ভারতাত্মার পুঞ্জীভূত প্রকাশ | স্বামীজীর ভাবশিষ্য নেতাজী | তা বলে তিনি শুধু ভাবগুরুর অনুগামীই ছিলেন না | স্বকীয়তায় ভরপুর, তিনি ছিলেন নিজমহিমায় ভাস্বর | মাত্র ৩৯ বছর বয়সের অকালপ্রয়াণে যে অসমাপ্ত কাজ স্বামীজীর রয়ে গেছিল তা যেন সুসমাপ্ত করার জন্যই নেতাজীর আবির্ভাব | নেতাজীকে তাই স্বামীজীর থেকে বিচ্ছিন্ন করে দেখলে তাঁকে অসম্পূর্ণভাবে দেখা হবে | নেতাজীরও অকালনিরুদ্দেশে তাঁর কাজ অসমাপ্ত রয়ে গেল যা আজও বহুলাংশে অপূর্ণ কারণ আমরা তাঁর মৌখিক অনুগামী হয়েছি, তাঁর বৌদ্ধিক, চারিত্রীক, যথার্থ অনুগামী হইনি | অবশ্য আমাদেরও যুগানুযায়ী নিজস্বতা ব্যক্ত করতে হবে | শুধু অতীতের পুনরাবৃত্তি করলে চলবে না কারণ পরিস্থিতি পালটেছে ও পরিণতিও ভয়াবহ হবে যদি জাতিগত সংহতি মানুষের দেবত্বকে স্বীকৃতি না দিয়ে করার চেষ্টা করি |


স্বামীজী ও নেতাজীর রচনা ও বক্তৃতা তন্ন তন্ন করে পড়লে দেশগঠনের সুনির্দিষ্ট ইঙ্গিত পাবো | সবার আগে যদিও পবিত্রতা অবলম্বনে চরিত্রগঠন প্রয়োজন কারণ এই দুই মহাপুরুষের নির্দেশ পালন করতে হলে চাই তেজ, বীর্য, আত্মবিশ্বাস, অমোঘ ইচ্ছাশক্তি ও অপার কর্মক্ষমতা যা অন্যথা অপ্রাপ্য |


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment