Wednesday 31 January 2024

কল্পনাবিলাস ছেড়ে সত্যাশ্রয়ী হোন


কল্পনাবিলাস ছেড়ে সত্যাশ্রয়ী হোন

------------------------------------


স্বামীজীর নামে অর্ধসত্য, অর্থাৎ, অর্ধমিথ্যা বলা গর্হিত অপরাধ | স্বামীজী তাঁর গুরুর শিক্ষানুযায়ী ও নিজ অনুভূতির দ্বারা পরিচালিত হয়ে ধর্মসমন্বয় করেছিলেন বলে তাঁর বাণীর আংশিক বাদ দিয়ে সুবিধামত আংশিক উদ্ধৃত করলে ইতিহাসকে বিকৃত করা হয় ও সত্যের অপলাপ করা হয় যা কোনমতেই কাম্য নয় | বরং তা সামাজিক সৌহার্দ্যরক্ষার্থে কৃত, এই যুক্তিপ্রদর্শন কাপুরুষতার প্রকৃষ্ট প্রদর্শন বলেই বিবেচিত হওয়া উচিত, যে পৌরুষহীনতা স্বামীজীর ঘৃণার পাত্র ছিল | ভারতের ওপর বর্বর বৈদেশিক আক্রমণ, হিন্দুর ওপর অমানুষিক অত্যাচার---এ সমস্ত স্বামীজীর বাণী ও রচনাতে নানা স্থানে বর্ণিত আছে | এসব যেন স্বামীজী বলেনইনি কোনদিন, শুধু মিষ্টি মিষ্টি কথা বলে ধর্মসমন্বয় করে গেছেন, এই মিথ্যাপ্রচারের প্রয়াস মোটেই ভাল নয় কারণ ঠাকুরেরই বাণী আমাদের পালন করতে হবে, 'সত্যকথাই কলির তপস্যা |'


রচয়িতা সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment