Saturday 3 February 2024

নিয়ন্তা কে?


নিয়ন্তা কে?

------------


বিশ্বকর্মের নেপথ্যে এক অমোঘ ইচ্ছা কাজ করছে যাকে ঈশ্বরের ইচ্ছা (The Divine Will), সম্মিলিত মানবেচ্ছা (The Cumulative Human Will), বিবর্তনের বল (Evolutionary  Force) অথবা ইতিহাসের বল (Historical Force) বলা হয়েছে | এ শক্তি অপ্রতিরোধ্য | তারই অমিতপ্রভাবে বিশ্ব নিয়ন্ত্রিত, পরিচালিত | এর গতি ফেরায় কে? সামান্য মানুষের সাধ্য কি? কত এল, কত গেল, বুদ্বুদসম ফেনিল সলিলে এই উদ্ভূত, এই বিসর্জিত | কত সম্রাট, শাসক, বর্বর প্রণেতা, প্রবক্তা, অধর্মের অধিকর্তা আবির্ভূত, তিরোহিত হল এই মহাকালেশ্বরের দুর্লঙ্ঘ্য বিধানে | 


অসত্য হতে সত্যের পথে, অন্ধকার হত আলোকের পথে, নশ্বর হতে অবিনশ্বরের পথে এগিয়ে চলেছে সভ্যতা | কর্মের গতিই সূক্ষ্মাতিসূক্ষ্ম, কর্তা তো অদৃশ্যপ্রায় | কে জানবে? কে বুঝবে, চিনবে? এই মহাপরাক্রমের নাম মহাকাল, মহাকালী, আদ্যাশক্তি মহামায়া, লীলারূপে শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ | ইনি অজেয়, অপ্রতিরোধ্য কিন্তু প্রেমে আবদ্ধ ভক্তহৃদয়ে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment