Saturday 27 January 2024

POESY: BENGALI

POESY BENGALI 


মান দেব কাকে?

☆☆☆☆☆☆☆


যে মুখে মারে বুলি,

সে কাজে করে না |

যে চোখে গোঁজে ঠুলি,

সে দেশ গড়ে না ||

যে সবার সাথে আছে,

সে কারো সাথে নেই |

যে চাতুরী করে বাঁচে,

কালরাতে সেই ||

মুখে মধুমাখা,

ঠোঁটে বাঁকা হাসি,

গোপনে গরল তার,

বুলি রাশি রাশি ||

আপনারে চায় সে,

জনমাঝে করে ভান |

যেথা যেথা যায় সে,

স্বীয় স্বার্থেরই টান ||

মূঢ় যত ধোঁকা খায়

এই ভেবে তারে,

বুঝি বা এসেছে প্রায়

সৌভাগ্য দুয়ারে ||

দেশহিত নাহি দেখি

নিজস্বার্থ সাড়ে |

ত্রিখণ্ডিত আজি তবু

একই ভ্রান্তি দ্বারে ||

একতা করিবে যার,

তার মতি কি?

জোড়া দিতে দুই লাগে,

ভাবো একএ ক্ষতি কি?

যতই করিবে ছাড়,

তত নেবে তারা |

দিতে দিতে হবে শেষে

শূণ্য, দিশাহারা ||

একদা ছিল তো জানো

সারা বিশ্বে প্রভাব?

আজ স্বভূমি স্বদেশমাঝেও

দিতেছে জবাব ||

এহেন পরিবেশে বলো

কেউ যদি চায়,

স্বীয়স্বার্থ রক্ষা তরে

দিতে স্বধর্ম বিদায়,

তারে কি বলিবে তুমি

দেশভক্ত সেরা?

তারে কি দিবে বল

করিতে দুষ্কৃতির ডেরা?

এই পুণ্যভূমি আজ

পাপে পরিপূর্ণ |

নেতা সে, যে গড়ে দেশ

করি স্বীয় দর্প চূর্ণ ||

সাগরে আমিত্ববোধ

করি বিসর্জন,

যে আত্মবোধে স্থিতসিদ্ধ,

সেই মুক্তজন,

জীবমাঝে শিব হেরি,

নিত্য পূজারত,

সেই ভারতমাতার 

শ্রীমন্দিরে নত ||

দেশে দেশে গ্রামে গ্রামে

সামান্য মানুষ,

তারা দেশ গড়ে, নহে নেতা,

স্বার্থে অমানুষ ||

এরাই দেশভক্ত,

এরাই কাজের,

নির্বাক রক্ষাকর্তা,

বিগ্রহ সাঁঝের ||

এদেরই তরে দাও

শঙ্খধ্বনি যত |

এদেরই পাদপদ্মে হও

শ্রদ্ধায় প্রণত ||


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment