Thursday 3 February 2022

শুধু পাণ্ডিত্যে কি হয়?


শুধু পাণ্ডিত্যে কি হয়?


শব্দের সংযোজনে ব্রহ্মের ব্যাখ্যা -- এর দ্বারা কি ব্রহ্মজ্ঞান হয়? চাই অনুভূতি | অনুভূতিই ব্রহ্মবিজ্ঞানের সার যার অভাবে নিষ্ফল বাক্যবিড়ম্বনায় কালাতিপাত করেন পণ্ডিত | বাক্যস্ফূর্তি ব্রহ্মসাধনা নয়, নিছক বাগাড়ম্বরসহায়ে অহংস্ফীতিমাত্র | তাই শাস্ত্রসম্মত উপায়ে সাধনা সদগুরুপ্রদর্শিত পথে -- এই হল ব্রহ্মজ্ঞান লাভের একমাত্র মার্গ | আধুনিক যুগে রামকৃষ্ণ-বিবেকানন্দ এই পথের প্রদর্শক | তাঁদের উপদেশ পালন করে অগ্রসর হলে অধ্যাত্মচেতনার শিখরে আরোহণ সম্ভব | বেলুড় মঠ সেই ভগবৎ রত্নসম্ভার সংরক্ষণ করে চলেছেন | তারই আশ্রয়ে বহু সাধক এই পরমপদ প্রাপ্ত হয়ে নরজন্ম সার্থক করেছেন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment