Saturday 12 February 2022

সংস্কৃতির অবক্ষয় রোধ করতে যত্নবান হ'ন 


সংস্কৃতির অবক্ষয় রোধ করতে যত্নবান হ'ন 

--------------------------------------------


ঘরে ঘরে সংস্কৃতির অবমাননা হচ্ছে | দেশের চিত্র তাই এইরূপ | দেশ তো ব্যষ্টিরই সমষ্টি | সংস্কৃতির এই অবমাননার ফল সংস্কৃতির অবনমন | জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সমাজের নিম্নস্তরে | তাই গুণগত অধঃপতন ঘটছে | এই ধারা চলতে থাকবে যতদিন না বহুসংখ্যক মানুষ ত্যাগব্রতী হয়ে আত্মশোধণপূর্বক সমাজসেবায় নিয়োজিত হবেন | উচ্চ আদর্শ আছে আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু তা পালনের অভাবে আর অনুপ্রাণিত করতে পারছে না মানুষকে | আদর্শের অভাবে অবক্ষয় তাই সর্বত্র | আসুন, নিজেদের সুসংস্কৃত করি, দেশের সেবা করি, সমাজকে এই ক্রমঃক্ষয় হতে রক্ষা করি | বন্দে মাতরম্ !


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment