কে আছে স্বজন?
কে আছে স্বজন?
------------------
নেতাজীর আদর্শ পালন করব না, সেই মত উন্নত ত্যাগপূত জীবনযাপন করব না, শুধু সম্পর্কগত নাম ভাঙ্গিয়ে চলব, প্রতিফলিত মহিমাটি (reflected glory) বজায় রাখব আর মাঝে মাঝে টিভির নানা চ্যানেলে হাজিরা ও হুঙ্কার দেব -- এমন করলে কি যোগ্য উত্তরসূরী বলে পরিচয় দেওয়া যায় যথার্থই? আত্মজনই যদি এমন হয় তো সর্বসাধারণের অথবা সরকারের কাছে কি আশা করা যায়? নেতাজীর নামটি চাই কিন্তু তাঁর জন্য কর্ম করা, সেই মত জীবনচর্যা, এসবের বোধ হয় বড় একটা প্রয়োজন নেই কারো | এমন না হলে নেতাজীর প্রতি এত অবিচার কি সম্ভব হত এতকাল? বিশ্বাসঘাতকতা সর্বত্র!
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment