Saturday 12 February 2022

লীলা বোঝা ভার


লীলা বোঝা ভার

-----------------------


এই যা কিছু দেখি সবই ব্রহ্ম | স্থবির, অথর্ব মূর্তি যেন কিন্তু ভেতরে চঞ্চল, গতিশীল, স্পন্দনরত | মহাপ্রকৃতি আপাতঃ জড় কিন্তু বস্তুতঃ চৈতন্যময় | বিশ্বলীলা সংঘটিত হচ্ছে এই ব্রহ্ম ও শক্তির সংযোগে অদ্ভূত ক্রিয়ায় যা অনির্বচনীয় কারণ আদপে ব্রহ্মে শক্তির অনুপ্রবেশ অসম্ভব | মায়ায় মায়া প্রতীত, বস্তুতঃ মহাশূণ্য, নিস্তরঙ্গ, জমাট চৈতন্য, অচ্যূত |


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment