Thursday, 3 February 2022

বর্তমানে বিদ্যার বিজ্ঞাপন


বর্তমানে বিদ্যার বিজ্ঞাপন

---------------------------


আগেকার দিনের লোকেরা আত্মপ্রচারবিমুখ ছিলেন | আর এখনকার মানুষ সব তার উল্টো | আগের দিনের লোক ছিলেন গুণীজন, আত্মস্থ | আর এখন গুণহীনের দল সব বহির্মুখীন, আত্মকীর্তিপ্রচারে পঞ্চমুখ, ঢাক পিটতে বেজায় ব্যস্ত | বেশ ঢাকি সব | দূর্গাপূজোয় কাজে লাগবে, কিন্তু দেবী নারাজ | তাঁকে তো বাপু ঠকানো যাবে না | তাই সমাজ অধোগতির স্বীকার আজ | পেটাও ঢাক যত পারো | মূর্খের বাণী সহস্র মূর্খ শুনবে | আর কেতাবি পাণ্ডিত্যে সমাজ হবে অজ্ঞানতায় জর্জরিত | সেখানে না থাকবে প্রকৃত মেধা, না স্বকীয়তা, সৃজনশীলতা, না প্রকৃত জ্ঞানের আলোকস্পর্শ | এখন মূঢ় মূঢ়ের প্রশংসক, আর বিজ্ঞাপন বিশেষিত করে বিদ্যার বিড়ম্বনাকে | তবে তাই হ'ক |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment