Thursday, 17 February 2022

ক'এ কৃষ্ণ, খ'এ ব্রহ্ম 




ক'এ কৃষ্ণ, খ'এ ব্রহ্ম 

---------------------


ক'এ কৃষ্ণ, খ'এ ব্রহ্ম,

ইহ লক্ষ্য, বাকি স্বপ্ন |

মায়াপ্রান্তর, মরুমরীচিকা,

হৃদিপদ্মে চিৎরত্ন |

ভবসাগরে ভাসে জীব সব,

ডোবে, ওঠে বারে বারে |

নিজসত্তা চিনিবারে

নিরবধি কী প্রযত্ন !

দিণমনি দিনরাতে

জ্বলে পূর্ণ অফুরন্ত |

তবু রজনী নেমে আসে

ছায়াসম, নাহি অন্ত |

মেঘমন্দ্র স্বরে মন্ত্র

করে ছিন্ন মায়ারাশি |

গ'এ গান্ধার, ন'এ নির্গুণ

পরকাশে পরব্রহ্ম |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment