Tuesday, 14 October 2025

MESSAGES GALORE ... 115


MESSAGES GALORE ... 115


1. স্বামীজী তাঁর 'স্বদেশমন্ত্রে' ভারতবর্ষের স্বরূপ যে শুধুই সনাতন ধর্ম, তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন |


2. ক্ষাত্রবীর্য চাই, নাচ-গান-কবিতা নয় | বাঙালী হিন্দু, জাগো !


3. সাধুদের প্রতি নিবেদন | বলিষ্ঠ ভাষায় কথা বলুন | হিন্দুদের জাগান | সর্বধর্মসমন্বয়ের ব্যর্থ প্রচেষ্টায় আর অধর্মকে ধর্ম বলে চালাবেন না |


4. Being Hindus do not work against Hindu interests. There are civilisational foes enough to worry about. Do not weaken the polity thus by causing internal dissensions or pouring venom against patriotic Hindu organisations.


5. When the house is on fire, must we sprinkle palmful of water to douse the flame or flood the burning building with hose pipes?


6. The Ramakrishna Mission must never forget that it was established by Swamiji to spread the Dharma with aggressive missionary zeal.


7. Awake! Arise! Manifest manhood to fulfil Swamiji's expectations.


8. আপনারা জেগে উঠুন | দুর্বল হবেন না | নিজের দুর্গতি নিজেদেরই দূর করতে হবে | কোন দূর্গা মা আসবেন না উদ্ধার করতে | নিজে দশভূজা হ'ন, অসুর দলন করুন | মহাশক্তির উদ্বোধন করুন তপোবলের দ্বারা | পৌরুষ ও পরাক্রম সহায়ে আক্রান্ত সনাতন সমাজকে রক্ষা করুন | সনাতন শাস্ত্র পাঠ করুন | নিজ জীবনে পালন করুন তার বিধান | দেশকে, জাতিকে সমর্থ করুন | সনাতন ভারতের পুনরুত্থানে জগত রক্ষা পাবে বর্বরতার হাত হতে | সেই মর্মে নিজ চরিত্র গঠন করুন, বেদান্তবাণী দিকে দিকে বলিষ্ঠভাবে ছড়িয়ে দিন | এ কোন মেয়েলি পুরুষের কাজ নয় | এ পাঞ্চজন্য শঙ্খের কর্তা পুরুষোত্তম বাসুদেবের ন্যায় মহাবীরের কর্ম | সেইমত নিজেদের পৌরুষসম্পন্ন করুন, সমরাঙ্গনে সহস্রবাহুসম সংগ্রাম করুন, জয়যুক্ত হ'ন | আজরের সনাতন সঙ্কট আজই মেটাতে হবে | নইলে কাল আর রবে না |


9. Read Ram Swarup (left) and Sitaram Goel (right). Their books are available at 'Voice of India' publications. Also available online. Their writings are real awakeners. Sanātanis must read to know their civilisational imperatives. Else, troubled times ahead will worsen and may seal Sanātani fate.


10. Hindus are the most liberal people in the world and that is often their undoing as well. Islam and Christianity take full advantage of this liberalism to convert gullible Hindus to their fanatical fold.


11. All Hindus must read the Qur'an to know what Islam is all about. Then alone will they know the civilisational peril they are in.


12. Do not concern yourself with what 'liberals' criticise about your Dharma. Keep practising it with fervour and victory will be yours.


13. Hindus, adore your daughters. Educate them with care in your Sanātan sanskriti (culture). They will guard your civilisation.


14. Provincial character must be maintained but not at the cost of national integration. The two must be skillfully harmonised.


15. বলিষ্ঠ কর' বাংলা ভাষা | ভাষা ভাবের বাহক | ভাষা বীর্যবান হলে ভাব সমর্থ, শক্তিমান হবে |


16. সংস্কৃতের বহুল প্রসার হ'ক | সনাতন ধর্মগ্রন্থ, সংস্কৃতি প্রায় সমস্তই সংস্কৃতে সংরক্ষিত | দেবভাষার চর্চায় স্বদেশ সুরক্ষিত হবে |


17. স্বামীজীতে যাঁদের রুচি নেই, তাঁরা আবার কেমন হিন্দু ? এরকমই ত' সব দেশসেবক |


18. If Muslims and Christians convert Hindus to their fold, it is bounden on Hindus to do likewise to them. 🕉


19. কোরান না পড়লে ত' ইসলামকে জানা যাবে না | আর পূর্বপক্ষ না জানলে উত্তরপক্ষে দাঁড়াবে কি করে হিন্দু ? এটা ভেবে দেখেছেন ?


20. Patriots die so that crooks may rule. Is this why our revolutionaries bled to free us? Non-violence had failed, remember.


21. What we need today are not singing men and dancing men but real men in the mould Swamiji has left for us. Manhood, the prime call.


22. The first thing necessary in the spiritual path is to get past this infatuation with the body. This reel culture, this selfie culture suits not the spiritual.


23. The way Swamiji spoke the truth direct, none else did. No winding about, no beating about the bush. Straight frontal attack.


24. Stand clear of superstition, of astrology, palmistry, tarot reading and all the like that weaken you. Affirm your divinity. Read Vivekananda and emerge with leonine strength on the stage of earthly play.


25. 

বৎস, 

আর যাই হও না কেন,

মৎস বিক্রেতা (sel fish) হ'য়ো না |


26. We have to flood the world with the Sanātan Dharma. This is the one hope for a sinking world. 'Man is God' is the message. 🕉


27. যীশু খ্রীষ্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন কিনা জানি না কিন্তু স্বামীজী যে হয়েছিলেন তা জানি |


28. এই প্রণাম চিহ্নগুলো দিয়ে কি হয়? কিছু ভাববার বিষয় লিখলে ত' হয় | নাকি Shakespeare এর কথামত এখন 'When old men fool and children calculate' এর যুগ এসে গেল ?


29. Is not political correctness spiritual incorrectness in the sense of it being untruthful as to stating facts?


30. Unless you read the Qur'an, you will never know what Islam truly is. Therefore, read it.


31. Pushpendra Kulshreshtha has the guts to speak direct about Islam unlike Sai Deepak who hides behind sophisticated usage of words.


32. At the end it is a numbers' game. Islam will win unless reconversion takes place en masse.


33. If you are truly spiritual, do not tell us lies about Islam and Christianity. You know the truth. Speak it out. What sort of spirituality is this that inspires you to tell lies? Have you managed through lies to harmonise religions? Or, do you think you will ever succeed in doing so? Does untruth succeed thus? You know it never does. Then why are you still trying to induce sleep in Sanātanis who after such a long slumber are seemingly waking up? This is the 'Satya Yuga' (Age of Truth) according to Swamiji. Hence, desist from pretence and lies. Speak the truth. Be truly spiritual.


34. There is no reason to be apologetic about being a Hindu who defends aggressively Hinduism and fellow Hindus. Is self-defence something to be apologetic about? 'Arise! Awake! And stop not till the goal is reached.' We have our civilisation to defend, our culture, our heritage, our Dharma, our Sanātani sisters and brothers to save from the proselytising aggression of Abrahamic religions. 


35. রামকৃষ্ণদেব যাকে স্পর্শ করেছেন, সে ত' সোনা হয়ে গেছে | অবশ্য ঠাকুরের বর্জিত কাঞ্চন অর্থে নয়, ভাবগত ভিন্নার্থে |


36. ভুলে যাবেন না, আজও মা আছেন |


37. স্বামীজী ক্রিয়াশীল শুদ্ধিদানন্দজী মহারাজের মধ্যে | তাই ত' এত তেজ, বলবীর্য, অমিতবিক্রম, প্রচণ্ড পৌরুষ |


38. ঠাকুর বলতেন, "ভক্ত হবি কিন্তু বোকা হবি কেন ?" তাই ত' | বোকা হব কেন ? ভারতের মধ্যযুগের ইতিহাস পড়ব | কি অমানুষিক অত্যাচার সহস্র বছর হিন্দুরা সয়েছে, তা জানব, বুঝব, প্রতিকার করব | তবে ত' ভক্ত |


39. Those politicians who are trying to divide and weaken the Hindus by playing casteist politics are anti-Sanātani. One answer : 🕉


40. Hindu-Muslim fraternity is a hoax. The Qur'an commands conversion of the kafir to set up Dar-ul-Islam. Whither fraternity then?


41. শুদ্ধিদানন্দজীর বক্তৃতাটি শোনার পরেও কি রামকৃষ্ণ ভক্তেরা জাগবেন না ভারতের ইসলামীকরণরূপ ভয়াবহ পরিণতি সম্বন্ধে যা আমাদের সকলের কাপুরুষতাসহায়ে নিত্যদিন ঘটে চলেছে ? আমি যখন প্রতিবাদের রোল তোলার চেষ্টা করি, তখন ত' প্রায় কেউই ভুলেও সহযোগিতা করেন না | এবার মহারাজের বেলাতেও কি অনুরূপ অনীহা দেখাবেন বলে মনস্থ করেছেন ? তাহলে সর্বনাশকে আহ্বান করা ছাড়া আর কিছুই হবে না | এখনও সময় আছে, জাগুন | ভুলে যাবেন না স্বামী বিবেকানন্দের আহ্বান : "ওঠো ! জাগো ! থেমো না যতক্ষণ না লক্ষপ্রাপ্ত হ'চ্ছ |"


42. Krishna did not preach the Bhagavad Gīta to Arjun so that he would start singing and dancing. He did so commanding Arjun to fight the evildoers and annihilate them so that dharma could prevail. A like instance is abounding now when we must respond to the clarion call of Krishna in a manly manner full of kshātravirya (martial valour) and destroy the evil ideologies that threaten to obliterate the Sanātan Dharma and Sanātanis. Vivekananda must be thoroughly studied, preached in a masculine manner---I repeat, in a masculine manner and not in an effeminate way as is generally in vogue---absorbed, assimilated, turned into muscle and fibre and 'made manifest' as Swamiji said to Nivedita, 'in every movement of life'. Watch the video and become men who will cast off the cowardice of pretentious piety and rise in defence of the Dharma. 🕉

https://www.facebook.com/share/v/1BZRzeqjKy/


43. Shed effeminacy. Become men. It is disgusting to see men behave as shorn of manliness.


44. If brahmacharya does not make a man of you, nothing will. It is utterly abhorrent to behold such effeminacy.


45. If a thorough study of Vivekananda and the Vedānta fails to drive away effeminacy from your system, nothing will. Swamiji stressed all his life about masculine strength which he desired to see as manifest in men and even summed up his life's message as being encapsulated in that one word 'manhood'. Hence, 'shake off this sterile curse' of effeminacy, those of you who have assumed the role of propagating the message of the Vedānta. It is laudable if you do so, lamentable if you do not. For the Vedānta is all strength. Nothing effeminate about it. It is Purush all the way and demands paurush (masculinity) for its due delivery. Just consider once. Was Swamiji, its first modern proponent in the West, effeminate? Or did he approve of such effeminacy? Why then does this simple idea not enter the brains of later propagators? Isn't it a shame that Swamiji should be so shamed by acting counter to his exhortations all his life? 🕉


46. Hindus must be much more masculine. Otherwise they will not be able to overcome the demonic forces that threaten to annihilate them.


47. Just the other day man emerged from the forests. So, he fights and fights and endlessly fights to appease his primitive instincts.


48. The ego is ever updated. It is a seamless transition from moment to moment upholding this delusive dream thus.


49. Gandhiji was a sad sequel to the heroic Swamiji. Netaji was a truer representative somewhat, not in whole but in part, of Swamij's legacy. Bagha Jatin and Rash Behari Bose were all worthy inheritors of Swamij's leonine gifts unto the nationalists but as yet another Vivekananda is in the womb of time waiting to be born to give telling effect to Swamij's message that will fire up humanity once more as it did when 'it issued from the lips of the hero'. A heroic soul is not enough. A comprehensive soul who will embody Bhāratvarsha in totality as did Swamiji must as yet arrive to complete what Vivekananda has left undone owing to the exigencies of his times and the shortness of his life. 


Swamiji is an ocean that lies unplumbed, a vast reservoir of resources the very surface of which has as yet been touched. Verily has Eleanor Stark called Swamiji's message to America as 'a gift unopened'. America has as yet to learn of it. But have Indians understood Swamiji? I am convinced they haven't. We are yet to produce real men with leonine strength running in their veins to be able to comprehend Swamiji, then absorb and assimilate his message before making them into blood and muscle for conversion into dynamic work.


50. Reconversion of the whole of the subcontinent back to the Sanātan Dharma is the only way to secure permanent peace and progress here. 


51. তেজি সাধু চাই | তবে ত' তাঁদের প্রদর্শিত পথে চলে তেজি মানুষ হবে | এখন ত' সব কেমন মেয়েলি গোছের | স্বামীজী ত' এমন চান নি | 


52. আমার প্রতিবেদনগুলিতে কে বা কারা প্রতিক্রিয়া জানালেন, দীর্ঘদিন তা দেখতে দেখতে এখন বেশ বুঝি কার কি ভাব | চিনে নিয়েছি মানুষকে | 


53. স্বামীজীর দুঃখ আর বোঝে কে ? বুঝলই বা কে ? জীবনসায়াহ্নে বলেছিলেন, "দৈবদুর্বিপাকে যদি বা দেহ হ'ল কিন্তু কোন' কাজে লাগল না | মাথাওয়ালা ছেলেগুলো সব বে করে বসে আছে, নয় শরীর অপটু, নয় মানযশখ্যাতির বশ | আর যারা আসছে, তারা উচ্চ উচ্চ ভাবগ্রহণে সমুৎসুক নয় | এই দেখে মন হতাশায় ভেঙে পড়ে | তবে হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা হলে কালে এদেরই মধ্য হতে সব মহাবীরের জন্ম হবে |"


54. Hinduism, to survive, must become heavily a proselytising religion. Otherwise, in a predatory world existence will be at stake.


55. I will defend my Hindu identity at any cost. This should be the dhārmic attitude of all Hindus. Children must be trained up this way.


56. The more fanatical a religion, the faster it spreads. Thus, if Islam is, as claimed, the fastest growing religion in the world, it is the most fanatical of all religions as well. And fanaticism, you all know, is a very bad thing, very detrimental to human health and to the health of humanity in consequence.


57. It is an insult to call Bhagavān Shree Rām Imām-e-Hind. Do you call God the Imām of Hindustān? Isn't it blasphemous to do so?


58. যে ধর্মে ব্রহ্মচর্য নেই, সে কি আবার ধর্ম ?


59. যে ধর্ম বলে, "আমি ঠিক, তুমি ভুল," সে ত' নিজেই ভুল |


60. সমগ্র ভারত উপমহাদেশের অতীত হিন্দু, ভবিষ্যতও হিন্দু---এ ত' সনাতন সত্য যা ঘটবেই ঘটবে |


61. ঠাকুর অবতার | তাঁর কাজ সূক্ষ্ম | রামকৃষ্ণ মিশনে তা সীমাবদ্ধ নয় | সমগ্র বিশ্ব জুড়ে বিবর্তনের বিচিত্র ধারায় তা রূপায়িত হয়ে চলেছে |


62. নিজের প্রতি বিশ্বাস রাখুন | এইটি ধর্মের কিন্তু সার কথা | আত্মবিশ্বাস হতে আত্মজ্ঞান---এই পথপরিক্রমা |


63. মা যে বললেন, "জগতকে আপনার করে নাও | কেউ পর নয় | জগত তোমার |" এইটি মূল কথা, বাণীরূপ বেদান্তবিগ্রহ |


64. শিরায় উপশিরায় কালী প্রবাহিত হ'ক | আজ শক্তির বড় প্রয়োজন | নব প্রজন্ম শক্তিমান, শক্তিমতি হ'ক | বজ্রবাহু বিদ্যুদ্তরঙ্গায়িত হ'ক |


65. How can a person become a Muslim or a Christian by conversion? One has to do so by conviction. And getting brainwashed is not being rationally convinced.


66. Is God pleased by animal sacrifice? Or is it a brutal tribal practice dating from antiquity and carrying on to moden barbaric times?


67. Slaughter of cows should be banned in India. What sort of Hindus are we that we do not raise our voice of protest against it? The cow is sacred to Hindus and to allow its slaughter and sacrifice on the soil of Punyabhumi Bhāratvarsha to please the Abrahamic God is simply blasphemous. This ought to be phased out as it would otherwise hit the economy hard and hurt citizens, linked in some way or the other to it financially, badly. Proper phasing oit of cow-slaughter over a specified period of time ought to be the way out.


68. If India is secularised as per original European definition, she will die. If India is Islamised as the trend is, she will die. If India is Christianised as in north-eastern provinces she is, she will die. If India is  communised as in West Bengal and Kerala, she will die. If India turns unduly materialistic and pursues greed and political power, she will die. How then will India live? She will live only if she remains Hindu and reclaims in truth her lost Hindu ground.


69. The more a religion is criticised and the more it can rise in intellectual defence of itself, the better for the religion. If a faith mandates death for desertion and criticism of its doctrines, then it has chosen the path for its definite demise despite all its current proliferation using force, fanaticism and fraud.


70. 

He who with His little finger can lift a mountain can surely lift us all out of our material degeneracy, out of the spiritual amnesia we are now subject to. Unto Him I offer my love divine and through Him unto all of phenomena that He holds His own.


71. অবিদ্যামায়া সব বাঞ্চাল করে দিলে রে ! তাই ঠাকুরকে এখনই আবার আসতে হবে | অবতারের আগমন আসন্ন | 🕉


72. যে নির্ধন তার সর্বধন ভগবান আছেন অন্তরে বাহিরে সর্বত্র |


73. যন্ত্র সূক্ষ্ম হলে যন্ত্রীর সংবাদ মেলে |


74. My Facebook friends are really very supportive of me by avoiding reacting to my tough Hindutva posts. I thank them for their manifested manhood.


75. ঠাকুর-মা-স্বামীজীই ত' ভরসা | নিঃসহায় অবস্থায় যখন ছিলাম, তখন তাঁরাই ত' কৃপাপূর্বক রক্ষা করেছিলেন |


76. স্বামী শুদ্ধিদানন্দজীর ভারতের, বিশেষতঃ পশ্চিমবঙ্গের, দ্রুত ইসলামীকরণ সম্বন্ধে সাবধানবাণীটি মন দিয়ে শুনুন | সাধু কিন্তু বাকসিদ্ধ হন | তাঁর কথা মিলে যায় | অতএব, হিন্দুধর্মের রক্ষায় আত্মোৎসর্গ করুন | মাতৃভূমিকে বিধর্মীর আগ্রাসন হতে বাঁচান | স্বধর্মপালনে ব্রতী হ'ন | স্বধর্মরক্ষায় সর্বশক্তি নিয়োজিত করুন | শত্রুপক্ষের অভিপ্রায় তাদের মূল গ্রন্থগুলি পড়ে বুঝুন, সেইমত আত্মরক্ষার্থে ব্যূহ রচনা করুন | স্বামীজীর বই পড়ে তাঁর নির্দেশ নিন, জীবনগঠন করুন, ছোটদের সেই শিক্ষায় বড় করুন | হিন্দু বীর-বীরাঙ্গনা হলে রক্ষা পাবে, ইন্দ্রিয়পরবশ, দুর্বলদেহ, চঞ্চলচিত্ত, নিশ্চেতন হলে বিনাশপ্রাপ্ত হবে, এ কথা সুনিশ্চিত | মহারাজের কথা মন দিয়ে শুনুন | আর সময় নেই | এবার আত্মরক্ষার সংগ্রাম |


https://www.facebook.com/share/v/1BeMjUyeLF/


77. Mother Kāli's image vandalised in West Bengal. What next? Whither are we headed? Darkness deep in Bengal en route to Bangladesh.


78. মা কালীর মূর্তি ভাঙা হ'ল বাংলায় | পশ্চিমবঙ্গে নৈরাজ্য | কোনদিকে চলেছি আমরা ? ঘনীভূত অন্ধকার, যাত্রাপথ বাংলাদেশ অভিমুখে |


79. এখনও আশা আছে | নাচ, গান, গলাকাঁপানো আবৃত্তি ছেড়ে বিবেকানন্দ পড়ো, মুগুর ভাঁজো, বীর হও | Self বাঁচলে ত' selfie তুলবে | বাঁচো আগে |


80. কে বলে বাঙালী হিন্দুর বুদ্ধি আছে ? কিছুমাত্র নেই | নইলে এমন কাপুরুষের ন্যায় দাঁড়িয়ে দেখে বাঙলার সর্বনাশ দশকের পর দশক ? 


81. The Ramakrishna Mission should propagate with missionary zeal Swami Vivekananda's life and message. They do not do so. They must.


82. Read 'The Life of Swami Vivekananda by His Eastern and Western Disciples'. This is a must-read for patriots. It is inspirational.


83. নিজের অকর্মন্যতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দায়মুক্ত হয়ে অপরকে গালি দিলে ত', ভাই, হিন্দু বাঁচবে না | আপনি, আমি যদি হিন্দু ধর্ম, সংস্কৃতি ও মানুষের জন্য কিছু না করি, ত' কেমন করে চলবে ?


84. গোরক্ষা একান্ত আবশ্যক |


85. এই অমাবস্যা এখন হিন্দুর |


86. হৃদয়ে মা, ডরাই কাকে ?


87. হতাশ্বাস হ'য়ো না |


88. When life becomes a misery, live it. Brighter days are ahead.


89. কাকে ভয় ? নির্ভয় হও | ভেতরে অনন্ত শক্তি | জাগো !


90. থাইল্যান্ডের মানুষ, এমনকি রাজপরিবার পর্যন্ত, যদি হিন্দু নাম রাখতে পারে, ত' ভারতীয়রা কেন পশ্চিমকে, আরবকে নকল করে ?


91. "পাপা, পাপা, দেখ', ও না, মাম্মিকে মা বলছে |" ভালই শিখিয়েছেন |


92. ইস্কনের কৃপায় অন্তত জগতবাসী ধুতি পরতে শিখল | নব্য শহুরে ভারতীয়ের মত কোমরে ইল্যাস্টিক দেওয়া ধুতি পরে না |


93. একটু চিন্তা করতে শেখা, একটু চিন্তা করা ভাল | স্বামীজী বলছেন, "Let men be thinkers."


94. ভুরু কুঁচকানো কেন ? আনন্দে থাকবে, আনন্দে থাকবে | সব সময় আনন্দে থাকবে, লোকের যাতে দেখে আনন্দস্বরূপ ভগবানের কথা মনে পড়ে |


95. বাপ-মা মানুষ না হলে ছেলেপিলে মানুষ হয় না |


96. সব সময় সরকারকে দোষ দিলে হয় না | সরকারটা চালায় কে ? মানুষ | যে সমাজ মানুষকে জন্ম না দিয়ে পশুকে জন্ম দেয়, তার সরকারও পশুবৎ হয় |


97. It is Sanātan Dharma and not Sanātan.


98. 'শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত' প্রত্যহ পাঠ করুন | ঠাকুর সাক্ষাৎ উপস্থিত বাণীরূপে এই মহাগ্রন্থে |


99. Islam and politics are intimately connected. Read Dr. Bill Warner to comprehend it.


100. It is pointless preaching the masculine Vedānta in an effeminate way. Swamiji hated unmanliness.

No comments:

Post a Comment