মদরূপ পঞ্চম রিপু
মদরূপ পঞ্চম রিপু
●●●●●●●●●●●●●
অহংকার এমন একটা জিনিস যা কপট বিনয়ের আবরণে ঢাকা যায় না | বেড়িয়েই পড়ে | কন্ঠস্বর, বাচনভঙ্গি ধরিয়ে দেয় | কারো কারো আবার প্রকট অহংকার | তাদের কথাই আলাদা, হাবভাব এমন যেন সব পোকা মাকড় সামনে, ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে আছে কৃপার অপেক্ষায় | আবার আছে পবিত্রতার, বৈরাগ্যের অহংকার যাকে নিবেদিতা অতি গর্হিত আধ্যাত্মিক অহংকার (spiritual pride) আখ্যা দিয়েছেন | "তুমি অবনত, আমি উন্নত,"---এই ভেদবুদ্ধি পরিপূর্ণরূপে আধ্যাত্মিক উন্নাসিকতা যা ক্ষুরের আগায় চলার পথে এক মস্ত প্রতিবন্ধক | "সাধু হয়েছি, অতএব তোমার ন্যায় গৃহী আমার নখের যোগ্য নয়"---এ ভাব পাকেচক্রে বেড়িয়ে পড়ে মদমত্তজনের ব্যবহারে | এঁরা সূক্ষ্ম জগতের খবর রাখেন বলে, মনঃসংযমহেতু বর্ধিত ব্যক্তিত্বের অধিকারী বলে, নিজেদের দেবতাস্তরে রাখেন আর সেই আপাত উচ্চ ভুমি হতে লোকব্যবহার করেন এমন যেন সাধারণে কতই হীন তাঁদের তুলনায় | ব্যবহারটি সূক্ষ্মরূপে প্রকাশিত কিন্তু সহজেই পরিলক্ষিত কারণ অহং যেখানে তার সৌরভ ছড়ায়, বায়ু তাকে প্রকাশ করে সর্বসমক্ষে | যাই হ'ক, ব্যাপারটা মোটেই ভাল না, রুচিবিগর্হিত, অনভিপ্রেত অথচ প্রায়শপ্রাপ্ত আচরণ যা প্রাপকের পক্ষে নিতান্তই অসম্মানজনক |
রচনা : সুগত বসু (Sugata Bose)
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment