কথামৃত
কথামৃত
কথামৃত পাঠ করলে সর্ববিদ্যা অধিগত হয় | 🕉 বাঙ্ময় কথামৃতে | বীণাপানির অমৃতধারা, সহস্রপ্রপাত কথামৃত | এই রহস্যগ্রন্থ পাঠ করে জীবনগ্রন্থী ছেদন করুন, আত্মসমুদ্র মন্থন করে বেদোদ্ধার করুন | কথামৃত ঋষিকথিত, ভগবানের মুখনিঃসৃত দিব্যবাণী | প্রতিটি শব্দ মন্ত্রতুল্য, ঐশীশক্তিসম্ভূত | শ্রীশ্রীঠাকুরের শ্রীমন্দির কথামৃত | ঠাকুর চিরবন্দি এঁর চরণে চরণে, ভক্তের প্রেমে বাঁধা | তাই ত' বলি, আসুন, ইহজন্ম সার্থক করি তাঁর বাণীরূপ এই বেদোধ্বনির ঝঙ্কারে হৃদয় মন্দ্রিত করে, জন্মমৃত্যুর পারে চলে যাই অনন্তলোকে এই মহাসারস্বতের আশ্রয়ে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment