Monday, 13 October 2025

EPISTLES TO 'DISCIPLES': DIGANTA SENGUPTA ... 1


EPISTLES TO 'DISCIPLES': 

DIGANTA SENGUPTA ... 1


পত্র ... ১                                     ১৪.১০.২০২৫                                                   

পরম স্নেহাস্পদেষু দিগন্ত,

     জীবনের উদ্দেশ্য ঈশ্বরলাভ, অর্থাৎ, আত্মজ্ঞানলাভ | এই রকমই বলেছেন ঠাকুর | সমস্ত কর্ম তাই চিত্তশুদ্ধির নিমিত্ত সম্পাদন করাই ধর্ম | কর্মের ফল আছেই---শুভ কর্মের শুভ ফল, অশুভ কর্মের অশুভ ফল | এই কর্মবিধান অলঙ্ঘনীয় | একমাত্র অবতারকৃপায় এর হাত থেকে নিমেষে নিস্তার পেতে পারে জীব, নচেৎ নয় | কর্মশৃঙ্খল হতে মুক্তি বাসনা নির্মূল না হলে হবার নয় কারণ বাসনাই কর্ম প্রস্তুত করে | কর্মের এই ধারা জন্ম, জীবন, মৃত্যু, পরে পুনঃপরিক্রমণ এই ধরাধামে | এই রকম চলতেই থাকে যতদিন না বিষয়ভোগে বিতৃষ্ণা জাগে | বিষয়রাগ দূর হলে ভগবদানুরাগ স্বতঃই প্রকাশিত হয়ে পড়ে হৃদয়ের গহন হতে | তখন উলটো পথে গমন শুরু হয় যার নাম বৈরাগ্য |

      আজ এই পর্যন্তই থাক | ভগবানকে কেন্দ্র করে জীবন গড়ে তোলো | ভাল থেকো | ঠাকুর-মা-স্বামীজী কল্যাণ করুন | 

                                                                 ইতি,

                                                           আশীর্বাদক,

                                                             সুগত বসু



পত্র ২ : 


পরম স্নেহাস্পদেষু দিগন্ত,             ১৭.১০.২০২৫

      তোমার আগ্রহ দেখে দ্বিতীয় পত্র লিখছি | জীবনে স্বাস্হ্যই পরম সম্পদ | ইংরেজিতে বলে, health is wealth. স্বাস্থ্যটি ঠিক থাকলে সব ভাল | ওটির ওপর দৃষ্টি রাখবে | জীবন এক লম্বা দৌড়, marathon race. সব শক্তিটুকু শুরুতেই শেষ করে ফেললে চলবে কেন ? শক্তিলাভ করা চাই | শক্তি সংরক্ষণ করা চাই | শক্তির যথোচিত ব্যবহারে তা ব্যয় করা চাই | এই ত' ধর্ম | যৌবনে ব্রহ্মচর্য তাই অপরিহার্য | অখণ্ড ব্রহ্মচর্য পালনে মহাশক্তির উদ্বোধন হয় | পরে সেই শক্তিই জীবনচালনায় সহায়তা করে---কর্মে, ধর্মে, ভোগে, যোগে জীবের রসদরূপে কাজ করে | পবিত্রতার ওপর তাই সনাতন ধর্মের এত জোর দেওয়া | বিবাহপূর্বকাল পর্যন্ত অখণ্ড ব্রহ্মচর্য কর' | স্বামীজীর বই পড় সাথে সাথে | জীবন সার্থক হবে | আমার আশীর্বাদ ত' সবসময় তোমার ওপর বর্ষিত হচ্ছে, হবেও---এ বিষয়ে নিশ্চিন্ত থাকো | 

         জীবন মহা মূল্যবান বস্তু | সময় সীমিত | সদ্ব্যবহার কর' | আজ এই পর্যন্ত | কর্মে সফলতা আসুক | জীবন ধন্য হ'ক | ঠাকুর-মা-স্বামীজী সহায় | তাঁদের শরণে থাকো | সব মঙ্গল হবে | 

                                                                        

                                                                  ইতি,

                                                              সুগত বসু



No comments:

Post a Comment