Wednesday, 29 October 2025

বুদ্ধিতে শান দিন ... ১



বুদ্ধিতে শান দিন ... ১ 

●●●●●●●●●●●●●●●


কুসংস্কারের কবলে পড়বেন না | তন্ত্রমন্ত্রতাবিজকবচ ছেড়ে লেখাপড়া করুন | নিজেকে বুদ্ধিবলে যোগ্য করুন | সবল মানসিকতার হ'ন | জ্যোতিষীদের বিশ্বাস করবেন না | বিপদে পড়লেও না, সম্পদে ত' নয়ই | সব ঠক | আর ভণ্ড গুরু থেকে সাবধান ! সর্বোপরি, বিজ্ঞান নিয়ে পাস করলেই হবে না | বৈজ্ঞানিকও কুসংস্কারাচ্ছন্ন হতে পারেন ব্যক্তিগত জীবনে | বিজ্ঞানমনস্ক হ'ন | স্বামীজী তাই এই মর্মে বলেছিলেন যে সবল নাস্তিক হওয়াও ভাল দুর্বল মস্তিষ্কসম্পন্ন, কুসংস্কারাচ্ছন্ন হওয়ার চেয়ে | নিজে ঠকবেন না, অপরকে ঠকতে প্ররোচিত করবেন না | দুর্বৃত্তে সমাজ ভরে গেছে, চৌর্যবৃত্তির প্রাদুর্ভাব | এমত অবস্থায় শুধু তাঁদেরই অনুসরণ করবেন যাঁরা তুকতাক করেন না, অর্থের বিনিময়ে মিথ্যা আশ্বাস দেন না আপনার সমস্যা সমাধানকল্পে, আর সেই সব প্রতিষ্ঠান অথবা ব্যক্তিকে আধ্যাত্মিক পথপ্রদর্শকরূপে গ্রহণ করবেন যাঁরা কোন প্রকার অর্থের প্রত্যাশা করেন না আপনার কাছে বা দানরূপ অর্থ ভিক্ষা করেন না সেবাকর্ম সম্পাদনের অছিলায় | এঁরা কম বেশি সকলেই প্রতারক, কেউ বৃহদাকার, কেউ বা ন্যূনতম | কিন্তু সকলেই তৃতীয় রিপুর বশ, অর্থাৎ, লোভী |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment